header banner

Viral Video : সন্তানের জন্য বাবার কুর্নিশযোগ্য চেষ্টা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : সম্প্রতি সোশাল মিডিয়ায় (Social edia)  একটি ভিডিও ভাইরাল হতেই নেটমাধ্যমে বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে। ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে, চারিদিকে শুধু জল আর জল। এরই মধ্যে এক তরুণ এক গলা জল পেরিয়ে মাথায় একটি গামলা নিয়ে এগিয়ে চলেছেন। তাঁকে সাহায্য করছেন অন্য একজন। এতদূর পর্যন্ত তো সব সাধারণ মনে হলেও, এরপরেই রয়েছে টুইস্ট।

{link}

ওই গামলার মধ্যে রয়েছে এক খুদে। এই ভিডিওটি কেশব মিনা নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। সেখানে লেখা রয়েছে, ‘বাবা তাঁর সন্তানের জন্য সবকিছুই করতে পারেন।’ পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি। ইতিমধ্যেই ভিডিটি দেখে ফেলেছেন কয়েকলক্ষ মানুষ। সন্তানকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য বাবার এমন পরিশ্রমকে কুর্নিশ জানিয়েছেন নেটনাগরিকরা। তবে এর বিপরীত দিকটিও রয়েছে।

{link}

শিশুটির নিরাপত্তার কথা চিন্তা করে একগলা জলের মধ্যে শিশুটিকে এভাবে নিয়ে যাওয়া ঠিক হয়নি বলেও মন্তব্য করেছেন অনেকে। কিন্তু এই ভিডিওটি কোথাকার, কবেই বা এমন ঘটনা ঘটেছে, সে বিষয়ে কিছু জানা যায়নি। ভিডিওতে দেখা যাচ্ছে যে রাস্তায় জল জমে গেছে। জলস্তর মানুষের কাঁধ পর্যন্ত পৌঁছে গিয়েছে। বাড়ি হোক বা দোকান, সবকিছুই জলে ডুবে গিয়েছে। এরই মধ্যে এক তরুণ জলের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন। জল তাঁর গলা ছুঁয়ে ফেলেছে। মাথায় নেওয়া গামলার ভিতরে এক খুদেকে শুইয়ে তিনি সেই জল অতিক্রম করছেন।

{ads}

 

News Breaking News Viral Video সংবাদ

Last Updated :