header banner

Raktabeej 2 : মুক্তির আগেই হিট, উইন্ডোজের বড় চমক জি৫-এ

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : সিনেমা মুক্তি পেলো না। একজন মানুষও দেখলেন না কিন্তু প্রযোজক সংস্থা উইন্ডোজের রোজগার হয়ে গেলো কোটি টাকা। জানা যাচ্ছে যে, উইন্ডোজের দুই উৎসবের দু’টি ছবি ‘রক্তবীজ ২’ (Raktabeej 2) ও ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। একটি মুক্তি পাবে এই পুজোয়। আর একটি মুক্তি পাবে বড়দিনে। তবে সিনেমা হলে মুক্তির আগেই দু’টি ছবির সত্ত্ব নাকি কিনে নিয়েছে জি৫ (Zee5) সিনেমা স্যাটেলাইট চ্যানেল।

{link}

শুধু তাই নয়, এই তালিকায় রয়েছে উইন্ডোজের আরও এক ছবি ‘আমার বস’। এই সব ক’টি ছবির সত্ত্ব জি৫ কিনে নেওয়ার পর উইন্ডোজ ব্যবসার নিরিখে ছবি মুক্তির অনেক আগেই এগিয়ে গিয়েছে। কোটি টাকার ব্যবসা করে ফেলেছে তারা। তবে এই নিয়ে এখনও মুখ খোলেননি শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy)।

{link}

এই বছর পরপর নানা স্বাদের ছবি উপহার দিয়ে যাচ্ছে উইন্ডোজ। চলতি বছরের মে মাসে মুক্তি পেয়েছিল ‘আমার বস’ (Aamar Boss)। বক্স অফিসে এই ছবি বেশ সাফল্য লাভ করে। পুজোয় মুক্তি পাবে ‘রক্তবীজ ২’। থ্রিলার-অ্যাকশন ঘরানার এই ছবি ঘিরেও বেশ উন্মাদনা তৈরি হয়েছে দর্শকের মনে। এরপর বড়দিনে মুক্তি পাবে উইন্ডোজের হরর ঘরানার ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’।

{ads}

 

News Breaking News Raktabeej 2 Tollywood Shiboprosad Mukherjee Nandita Roy সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article