শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : ২৩ জানুয়ারি মুক্তি পাবার পড়ে ৭৫ দিন ধরে একই গতিতে দর্শকদের মন জয় করে চলেছে রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) অভিনীত ‘বিনোদিনী:একটি নটীর উপাখ্যান’। বাংলার রঙ্গমঞ্চের সাম্রাজ্ঞীর জীবনী সেলুলয়েডে সফলভাবে তুলে ধরতে সক্ষম হয়েছেন রুক্মিণী মৈত্র। আর ঠিক সেই কারণেই ‘বিনোদিনী’ মুক্তির পর থেকেই চর্চার শিরোনামে অভিনেত্রী। এবার সেই ছবি তথা পর্দার বিনোদিনী (Binodiini) রুক্মিণীর মুকুটে জুড়ল নতুন পালক।
{link}
দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar) আমন্ত্রণে ‘বিনোদিনী:একটি নটীর উপাখ্যান’ ছবিটি প্রদর্শিত হল দিল্লির উপরাষ্ট্রপতি ভবনে। নিজের সোশাল মিডিয়া পেজে এই সুখবর দিয়েছেন অভিনেত্রী। উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় ও তাঁর স্ত্রী সুদেশ ধনকড়ের সঙ্গে ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘উপরাষ্ট্রপতি শ্রী জগদীপ ধনকড়ের আমন্ত্রণে দিল্লির উপরাষ্ট্রপতি ভবনে ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ ছবিটি প্রদর্শিত হল।'
{link}
পড়ে তিনি আরও লেখেন, 'এই সুযোগ পেয়ে আমি ধন্য, নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। আমার কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই। ছবিটি দেখে তাঁরা তাঁদের সুচিন্তিত মতামত ও মুগ্ধতা ব্যক্ত করেছেন। বিনোদিনী দাসীর এই প্রশংসা ও সম্মান অবশ্যই প্রাপ্য। উপরাষ্ট্রপতি ভবনে কাটানো এই সন্ধ্যে আমি আজীবন মনে রাখব। সেই সঙ্গে সুদেশ ম্যামের আতিথেয়তায় আমি ধন্য। অসাধারণ কিছু মুহূর্তকে সঙ্গে নিয়ে আমি বাড়ি ফিরেছি, যা আমার সারাজীবনের সঞ্চয় হয়ে থাকবে।’ এভাবেই নিজের মুগ্ধতার কথা সোশাল মিডিয়ার পেজে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।
{ads}