header banner

Astrology: পূর্ণিমায় বিরল কাকতালীয় ঘটনা ঘটবে

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  ভারতীয় জ্যোতিষশাস্ত্র মনে করে যে সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন গ্রহর স্থান পরিবর্তন মানব জীবনের উপর বিশেষ প্রভাব বিস্তার করে। আর কখনো কখনো গ্রহর এই স্থান পরিবর্তন কোনো কোনো রাশির ক্ষেত্রে সৌভাগ্যের প্রতীক হয়ে ওঠে। চলতি বছর কার্তিক পূর্ণিমা পড়েছে নভেম্বর মাসের ১৫ তারিখ। এই কার্তিক পূর্ণিমায় কিন্তু বিরল কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে। যা কিন্তু কিছু রাশির জাতক জাতিকাদের উপর শুভ প্রভাব ফেলবে। কার্তিক পূর্ণিমার দিন ব্যতীপাত, বরীয়ান যোগ তৈরি হবে। ৯০ বছর পর কার্তিক পূর্ণিমা এই শুভ যোগ তৈরি হতে চলেছে। যার বিশেষ প্রভাবে কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। 

{link}

মীন রাশি - মীন রাশির জাতক জাতিকাদের উপর বিষ্ণু ও মা লক্ষ্মীর বিশেষ কৃপা থাকে। তাদের আয়ের উৎস বাড়তে থাকবে। এসময় আপনাদের পরিবেশ অনুকূলে থাকবে। আর্থিক সঙ্কট থেকে মুক্তি পাবেন। ব্যাঙ্ক ব্যালেন্স শুরু করে বাড়বে। সন্তানের কাছ থেকে কোনও শুভ খবর পাওয়ায় আপনার মানসিক চাপ আগের থেকে অনেক কমবে। কর্মজীবনে সাফল্যের সময় শুরু হবে। চাকরিজীবীদের অত্যন্ত শুভ সময়।

তুলা রাশি - তুলা রাশির জাতক-জাতিকাদের কর্মজীবনে শুভ সময় শুরু হবে। এসময় আপনি নতুন সম্পত্তি কিনতে সক্ষম হবেন। ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর কৃপায় আপনার সম্পদ হুহু করে বাড়তে থাকবে। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে আপনার। অবিবাহিতদের বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এসময় যারা সোনার ব্যবসা করছেন কিংবা মডেলিংয়ে যুক্ত তাদের কিন্তু অর্থপ্রাপ্তির নিশ্চিত।

{link} 

মেষ রাশি - কার্তিক পূর্ণিমায় মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপা থাকবে। তাদের জীবনে সফলতা লেগে থাকবে। ভাগ্যের দ্বার খোলা থাকবে। তারা যদি নতুন কোনও ব্যবসায়ে বিনিয়োগ করতে চান, করতে পারেন। অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। সমাজে সম্মান ক্রমশ বাড়তে থাকবে।

{ads}

news breaking news Indian astrology fullmoon night november special West Bengal সংবাদ

Last Updated :