header banner

Bollywood: প্রাণনাশের হুমকি দিল বরেলির এক যুবক

article banner

 শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক:  সলমান খান ও বাবা সিদ্দিকির ছেলে জিশান সিদ্দিকিকে প্রাণনাশের হুমকি দিয়ে গ্রেফতার বরেলির এক যুবক। তাকে জেরা করে তাজ্জব নয়ডা ও মুম্বই পুলিস। তৈয়ব আলি নামে ২০ বছরের ওই যুবক জানিয়েছে মজা করার জন্যই সে সলমানকে প্রাণনাশের হুমকি দিয়েছিল। নয়ডার সেক্টর ৩৯-এ নিজের কাকার সঙ্গে থাকে সে। একটি কনস্ট্রাকশন সাইটে সে দৈনিক মজুরের কাজ করে।বরেলির ভোজিপুরা গ্রামে থাকেন তৈয়বের বাবা-মা।

{link}

তৈয়বের মা জানিয়েছেন, ও ওরকম অনেক বোকা বোকা কাজ করে। যা করেছে তা নিছক মজা করার জন্যই। ওর কোনও অসৎ উদ্দেশ্য ছিল না।তৈয়বের কাকা সংবাদমাধ্যমে জানিয়েছেন, পুলিসে বাড়িতে এসে তল্লাশি চালিয়েছে। সন্দেহজনক কিছু পায়নি। নয়ড়ায় আসার পর তৈয়ব মদের নেশা শুরু করে। ও যে এমন কিছু করতে পারে তা ভাবতেই পারছি না। তৈয়বের গ্রামের বাড়ির লোকজনও ওই হুমকি নিয়ে অবাক। এক গ্রামবাসী সংবাদমাধ্যমে বলেন, তৈয়ব খুব গরিব ঘরের ছেলে। ওর বাবা পেশায় দর্জি। ছোটবেলা থেকেই ও ডাকাবুকো। এর জন্য ও বহুবার বিতর্কে জড়িয়েছে। ওর ইচ্ছে ও একদিন খুব বিখ্যাত হবে।

{link}

নয়ডার পুলিস সুপার প্রবীণ কুমার সিং সংবাদমাধ্যমে জানান, তৈয়ব নয়ডার একটি কনস্টাকশন সাইটে দৈনিক মজুরের কাজ করে। রোজ ৪০০-৫০০ টাকা আয় করে। জেরায় সে জানিয়েছে স্রেফ মজা করার জন্যই সেই ওই হুমকি দিয়েছে। রাজস্থানে কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় নাম জড়ানোর পর থেকেই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় সলমান খান। আতঙ্ক বাড়ে বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডের পর থেকে। আসতে থাকে একের পর এক হুমকি।

{ads}

news breaking news bollywood salman khan let baba siddiqui সংবাদ

Last Updated :