header banner

AR Rahman: কাজী নজরুল সম্পর্কে বিতর্ক অতীত! জানুয়ারিতে কলকাতায় কনসার্ট কিংবদন্তির

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: দু' বছর আগে কবি নজরুল সম্পর্কে একটা মন্তব্য করে রহমান জড়িয়েছিলেন বিতর্কে। সেই রহমান সেই বিতর্ককে ভুলে গিয়ে আবার কলকাতায়। বছর দুয়েক আগে ‘পিপ্পা’ সিনেমার জন্য কাজী নজরুল ইসলামের ‘কারার ওই লৌহ কপাট’ গানের রিমেক করে বিতর্কে জড়িয়েছিলেন এআর রহমান। কালজয়ী বাংলা গানের ‘অপভ্রংশে’র অভিযোগে বাঙালি শিল্পীমহলে কম সমালোচিত হতে হয়নি ‘মোজার্ট অফ মাদ্রাজ’কে। চলেছিল বিস্তর কাটাছেঁড়া! সেই বিতর্ক-অধ্যায় সরিয়ে এবার কলকাতাবাসীকে সুরের মায়াজালে বাঁধতে চলেছেন রহমান। ফি বছর শীতের মরশুমে কলকাতায় কনসার্ট করতে আসেন শিল্পীরা। চব্বিশ সালেও বেশ কিছু হাইভোল্টেজ কনসার্টের সাক্ষী থেকেছেন শহরবাসী। সেই তালিকায় যেমন বিশ্বখ্যাত ব্রায়ান অ্যাডামস রয়েছেন, তেমনই দিলজিৎ দোসাঞ্ঝ, সুনিধি চৌহান, শ্রেয়া ঘোষাল, সোনু নিগমরাও গতবছর কলকাতায় কনসার্ট করেছেন। 

{link}

  এবারেও যে তার অন্যথা হবে না, রহমানের আগমনের খবরেই প্রত্যাশার পারদ চড়ল। তবে বছর শেষে নয়, বরং নতুন বছরে সিটি অফ জয়কে সুরের মূর্ছনায় ভাসাবেন রহমান। কবে, কোথায় কনসার্ট করবেন সুরসম্রাট? জানা গিয়েছে, আগামী ১১ জানুয়ারি কলকাতায় কনসার্ট করবেন ‘মোজার্ট অফ মাদ্রাজ’। পাঁচ ঘণ্টার অনুষ্ঠান। যদিও কোথায় কনসার্ট হবে? এখনও পর্যন্ত ভেন্যু ফাঁস করেননি উদ্যোক্তারা, তবে রহমানের অনুষ্ঠান ঘিরে যে শহরবাসীর অ্যাড্রিনালিন রাশ দ্বিগুণ থাকবে, তেমনটা হলফ করে বলাই যায়।

{ads}

AR Rahman Songs AR Rahman News AR Rahman Concert AR Rahman Kolkata Concert Bollywood Bollywood Songs এআর রহমান এআর রহমান কনসার্ট সঙ্গীত অনুষ্ঠান

Last Updated :

Related Article

Latest Article