header banner

Sitaare Zameen Par : আমিরের কামব্যাক সুপারহিট

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : আমির খানের (Aamir Khan) এই ছবির সাফল্য নিয়ে অনেকেরই সংশয় ছিল। প্রথম দিন তেমন সাফল্য পায় নি। কিন্তু ধীরে ধীরে বক্স অফিস মুখ তুলে দাঁড়াচ্ছে। ২১ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আমির খানের বহুল প্রতীক্ষিত ছবি সিতারে জমিন পর (Sitaare Zameen Par)। যদিও এই ছবিটি তেমন স্ট্রং ওপেনিং পায়নি, তবে এই স্পোর্টস কমেডি সিনেমাটি সপ্তাহান্তে এসে ব্যবসার গতি বেশ অনেকটাই বাড়িয়েছিল। মাত্র চার দিনেই ১০০ কোটির মাইলফলক অতিক্রম করেছে ছবিটি।

{link}

ট্রেড ট্র্যাকিং সাইট অনুসারে, আমিরের ছবিটি মুক্তির চার দিনের মধ্যে ভারতে ৬৬.৬৫ কোটি টাকা নেট এবং ৮০ কোটি টাকা গ্রস আয় করেছে। বিদেশের বাজার থেকে অতিরিক্ত ৩০ কোটি টাকা নিয়ে চলচ্চিত্রটির বিশ্বব্যাপী মোট সংগ্রহ এখন দাঁড়িয়েছে ১১০ কোটি টাকায়। এটি সানি দেওলের জাটের (১১৮.৩৬ কোটি টাকা) লাইফটাইম কালেকশনকে ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছে। তবে এটি এখনও সলমন খানের সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবি সিকান্দরের চেয়ে পিছিয়ে রয়েছে, ভাইজানের ছবিটি ১৭৭ কোটি টাকা আয় করেছিল বক্স অফিসে।

{link}

সিতারে জমিন পর ছবিটি দর্শক, সমালোচক এবং চলচ্চিত্র জগতের সদস্যদের কাছ থেকে প্রশংসা অর্জন করেছে। বক্স অফিসে অভিনয়ের প্রশংসা করে জাভেদ আখতার লেখেন, 'দ্বিতীয় দিনে বক্স অফিসে 'সিতারে জমিন পর' যে রেকর্ড উল্লম্ফন করেছে তা জানতে পেরে খুব খুশি। কে বলে যে ভালো চলচ্চিত্রের দর্শকদের মধ্যে কোনও গ্রহণযোগ্যতা নেই। আমির খান ও তাঁর টিমকে অভিনন্দন।' মহেশ বাবুও ছবিটির প্রশংসা করে লিখেছেন, 'সিতারে জমিন পর ছবিটি এত সুন্দর এত সুন্দর যে কী বলি... এটা আপনাকে হাসাবে, কাঁদবে এবং হাততালি দিতে বাধ্য করবে।'

{ads}

News Breaking News Aamir Khan Sitaare Zameen Par Bollywood সংবাদ

Last Updated :