header banner

Bollywood : আমির খানের জীবনে নতুন সম্পর্ক

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বলিউডে 'বিবাহ' ও 'বিবাহ বিচ্ছেদ' কথা দুটো একেবারে গায়ে লেগে আছে। আমির খানের (Aamir Khan) জীবনেও এর ব্যতিক্রম হয় নি। তিনি এবার সামনে আনলেন নিজের নতুন সম্পর্কের কথা। সে কথায় যাওয়ার আগে এক ঝালকে দেখে নেওয়া যাক তার বৈবাহিক জীবনের ইতিহাস। আমিরের প্রথম স্ত্রী রীনা দত্ত, যাকে তিনি ১৯৮৬ সালে বিয়ে করেন এবং ২০০২ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়।

{link}

তাদের দুই সন্তান - জুনায়েদ ও ইরা খান। দ্বিতীয়বার তিনি ২০০৫ সালে পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন। তবে ২০২১ সালে তাদের বিচ্ছেদ হয়। বর্তমানে আমির ও কিরণ তাদের ছেলে আজাদকে একসঙ্গে লালন-পালন করছেন। তাঁদের মধ্যে বিবাহবিচ্ছেদ ঘটলেও তারা খুব সুন্দর এক বন্ধুত্বপূর্ণ সম্পর্কে রয়েছেন। অবশেষে তার নতুন সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করলেন। তিনি জানালেন, গৌরী স্প্র্যাটের সঙ্গে তিনি দেড় বছরেরও বেশি সময় ধরে সম্পর্কে আছেন।

{link}

মিঃ পারফেকশনিস্ট বলেন, "আমি ভেবেছিলাম এটা সবার জন্য তার সাথে দেখা করার একটা ভালো সুযোগ হবে। তাছাড়া আমাদের লুকিয়ে থাকতে হবে না। গত রাতে সে শাহরুখ খান ও সলমান খানের সঙ্গেও দেখা করেছে"। আর এরপরই অকপটে নিজের সম্পর্কের কথা সবার সামনে প্রকাশ করেন অভিনেতা। আমির জানান, গৌরী স্প্র্যাট বেঙ্গালুরু থেকে এসেছেন, এবং আমিরের সঙ্গে তার পরিচয় প্রায় ২৫ বছর আগে। তবে দেড় বছর আগে তারা আবার যোগাযোগে আসেন। মুম্বইয়ে এক আকস্মিক সাক্ষাতের পর থেকেই তাদের সম্পর্ক ধীরে ধীরে ঘনিষ্ঠ হয়।

{ads}

News Breaking News Aamir Khan Bollywood সংবাদ

Last Updated :