header banner

Aamir Khan : মহাভারত নিয়ে মুখ খুললেন আমির খান

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : আমির খান (Aamir Khan) একটা বিষয় স্পষ্ট করে বলেছেন, মহাভারত বা রামায়ণ যুক্ত কোটি কোটি ভারতবাসীর আবেগের সঙ্গে। তাই তা করতে গেলে অনেক বেশি সাবধান হতে হবে। গপ্পোটা হল, বহুদিন ধরেই বলিউডে শোনা যাচ্ছিল, আমির খান নাকি তাঁর প্রযোজনা সংস্থার হাত ধরেই বলিপর্দায় নিয়ে আসছেন মহাভারত। এমনকী, ছড়িয়েও পড়েছিল আমিরের মহাভারতের কাস্টিং (Mahabharata Casting)।

{link}

যেখানে ভীস্ম অমিতাভ, ঋত্বিক অর্জুন এবং দৌপ্রদী ঐশ্বর্য এবং খোদ আমির নাকি কৃষ্ণ হবেন বলে শোনা গিয়েছিল। তবে আমিরের দিক থেকে এই ছবি নিয়ে সেভাবে কখনই মন্তব্য কানে আসেননি। তবে এবার মহাভারত (Mahabharata) নিয়ে মুখ খুললেন আমির খান। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আমির জানান, ”মহাভারত আমার ড্রিম প্রোজেক্ট (Dream project)। বহুদিন ধরেই এই ছবির চিত্রনাট্য নিয়ে কাজ করে চলেছি। খুব বড়মাপের ছবি তৈরি করতে হবে।

{link}

সেই কারণেই সময় নিচ্ছি। একটাই ভয় যদি কিছু ভুল হয়ে যায়। কেননা, মহাভারত আমদের আত্মা, আমাদের রক্তে রয়েছে। তাই এই ছবি তৈরি করার সময় কোনও ভুল করা যাবে না।”তাই তিনি খুবই চিন্তিত ওই মহাভারত নিয়ে। পরামর্শ নিচ্ছেন বিভিন্ন পন্ডিতদের কাছ থেকে। আমির বলেন, ”আমি এমন ছবি তৈরি করতে চাই, যা গোটা ভারতবর্ষকে গর্বিত করবে। সেই কারণেই অনেক সময় নিতে চাই।” স্বাভাবিক কারণেই তাঁর ইচ্ছা তাঁর মহাভারত চিরন্তন হয়ে যাক মানুষের হৃদয়ে। তাই তিনি আরও ভাববার সময় নিচ্ছেন।

{ads}

News Breaking News Aamir Khan Bollywood Mahabharata Mahabharata Casting সংবাদ

Last Updated :