শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : অভিনেতা অমিতাভ বচ্চন তাঁর ছেলে অভিষেক বচ্চনকে (Abhishek Bachchan) I Want to Talk ছবির জন্য মেলবোর্নের ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডস নাইট ২০২৫-এ সেরা অভিনেতা (পুরুষ) পুরস্কার জেতার পরে প্রশংসায় ভরিয়ে একটি দীর্ঘ নোট লিখেছেন। নিজের ব্লগে অমিতাভ অভিষেককে ‘পরিবারের গর্ব ও সম্মান’ বলে অভিহিত করেছেন।
{link}
নিজেকে ‘ভীষণ গর্বিত বাবা’ আখ্যা দিয়ে অমিতাভ বলেছেন যে, ‘জয়ের আনন্দ যেমন বড়, তেমনই পুরস্কার জয়ের আনন্দও।’ অমিতাভ বচ্চন নিজেকে ‘পৃথিবীর সবচেয়ে সুখী বাবা’ বলেছেন। ম্যাগাজিনের কভারে অভিষেক বচ্চনের ছবিও শেয়ার করেছেন তিনি। ছেলের ছবি শেয়ার করে অমিতাভ (Amitabh Bachchan) লিখেছেন, ‘পুরো বিশ্বের সবচেয়ে সুখী বাবা আমি... অভিষেক, তুমি আমাদের পরিবারের গর্ব ও সম্মান।’ অমিতাভ আরো লেখেন,'দাদাজি যে পতাকা প্রতিষ্ঠা করেছে, তা তুমিই নিজের কঠোর পরিশ্রম ও বীরত্ব দিয়ে বহন করে নিয়ে গিয়েছ। ধারাবাহিকতা, কখনো হার না মানার মনভাব: আপনি আমাকে যত নীচে টানবেন, আমি আমার কঠোর পরিশ্রম দিয়ে আবার দাঁড়াব এবং আরও লম্বা হয়ে দাঁড়াব। সময় লেগেছে, কিন্তু তুমি হাল ছাড়োনি।
{link}
তুমি নিজের যোগ্যতায় বিশ্বকে দেখিয়েছ। মেলবোর্নে সেরা শিল্পী হিসেবে তোমাকে ঘোষণা করা হয়েছে। একজন বাবার জন্য এর চেয়ে বড় উপহার আর কিছু হতে পারে না।’ অমিতাভ নিয়মিত অভিষেকের জন্য পোস্ট শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে। গত মাসে অভিষেক তাঁর 'কালীধর লাপাতা' ছবির প্রশংসা পাওয়ায় বেশ কিছু নোট শেয়ার করেছিলেন অমিতাভ। লিখেছিলেন যে, ‘অভিষেক ও 'কালিধর লাপাতা' ছবির প্রশংসার পাহাড় আসছে। যা আমার ছেলের জন্য গর্বে আমার হৃদয় ও মন ভরিয়ে দেয়...’
{ads}