শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : বেশ কয়েক মাস যাবত রীতিমত গুঞ্জন উঠেছিল নেটপাড়ায়, অভিষেক বচ্চন আর ঐশ্বর্যর ডিভোর্স নাকি এই হয় হয়। তারপরও একাধিক বার একসঙ্গে এক ফ্রেমে ধরা দিয়েছেন যুগল। তাঁদের বিচ্ছেদ ছিল বলিউডের সবচেয়ে বেশী চর্চিত বিষয়।
{link}
তাঁদের একসঙ্গে থাকা না-থাকা ঘিরে সংবাদমাধ্যম থেকে সাধারণ মানুষের মনে বিস্তার করেছিল বিস্তর জল্পনা-কল্পনা। এই গুঞ্জন শুরু হয়েছিল আম্বানি পরিবারের বিবাহ থেকে। সেই বিয়ে বাড়িতে তাঁরা একে অপরের সঙ্গে আসেননি, এসেছিলেন আলাদা-আলাদা। আর তা ঘিরেই সৃষ্টি হয়েছিল মানুষের মধ্যে গুঞ্জন।
{link}
প্রশ্ন উঠেছিল তবে কি বচ্চন পরিবারে উঠেছে বিচ্ছেদের সুর? তবে সব জল্পনা গুঞ্জন কে ভুল প্রমাণিত করে একাধিকবার তাঁরা একসঙ্গে ঘুরেছেন। আর এবার ফের প্রকাশ্যে এলো অভিষেক (Abhishek Bachchan) আর ঐশ্বর্যের (Aishwarya Rai Bachchan) রসায়নের ছবি। সদ্য এক আত্মীয়ের বিয়েতে গিয়েছিলেন তাঁরা। আর সেখানে নাচের তালে তালে পা মেলালেন একইসঙ্গে। বাবা মায়ের সাথে নাচের তালে পা মেলালো আরাধাও।
{ads}