header banner

Tollywood : আবির-সৃজিত দ্বন্দ্বের কথা প্রকাশ্যে

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : আবির (Abir Chatterjee) এই মুহূর্তে বাংলা সিনেমার জগতে আদ্বিতীয়। তিনি বহুমুখী প্রতিভার অধিকারী। সাহসী পুলিশ অফিসার হোক বা পত্নিনীষ্ঠ পতিদেব, অথবা বাঙালির পছন্দের গোয়ান্দাচরিত্র যেমন সোনাদা-ফেলুদা-ব্যোমকেশ, প্রায় প্রতিটা চিত্রেই আবির চট্টোপাধ্যায় জিতে নিয়েছেন দর্শকের মন। পুজোতেও মুক্তি পাচ্ছে তাঁর সিনেমা রক্তবীজ ২ (Raktabeej 2)। এমনিতে বিতর্ক সেভাবে ছুঁতে পারে না ‘ফাটাফাটি’-র নায়ককে।

{link}

তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে সৃজিতের (Srijit Mukherji) সঙ্গে ঝগড়া নিয়ে কথা বলতে শোনা গেল আবিরকে। জানা যায়, যা মূলত হয়েছিল রাজকাহিনি ছবির সময়ে। এমনিতে, সৃজিতের একাধিক ছবির অংশ আবির। তবে সেই সৃজিতের সামনেই তাঁর বানানো রাজকাহিনির সমালোচনা করেছিলেন আবির। তাতেই নাকি গোসা হয়েছিল পরিচালক মশাইয়ের। আবিরের কথায়, ‘ইদানিং আমরা বড় হয়েছি। বুড়ো হয়েছি বলা ভালো। ম্যাচিওর হয়েছি। পরে দরকার হলে আবার ঝগড়া করব। এখন করছি না।’ আবিরের এই রসিকতাকে সকলেই উপভোগ করেছে।

{link}

আবিরের মতে ঝামেলা শুরু হয়েছিল রাজকাহিনি নিয়ে। ‘আমার মনে হয় রাজকাহিনির স্ক্রিপ্ট বুঝতে আমার সমস্যা হয়েছিল। আমি চাইলেই তা এড়াতে পারতাম। আমার ছবিটা ভালো লাগেনি। সেটা নিয়ে আমাদের ঝগড়াটা শুরু হয় প্রথম। ওকে সরাসরিই বলেছিলাম, ভালো লাগেনি ছবিটা।’ আবার আবির জানান যে, তাঁর খুব ভালো লেগেছিল সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় তৈরি এক্স = প্রেম। সেটা ফোন করে তিনি জানিয়েওছিলেন। আবিরের মতে, ‘ওটা দেখে আমার মনে হয়েছিল, যেই সৃজিত মুখোপাধ্যায়কে আমি চিনি, সেই সৃজিত মুখোপাধ্যায়কে দেখতে পারছি।’ তবে আবিরের এই সাক্ষাৎকারে স্পষ্ট, মতবিরোধ থাকলেও, মনোমালিন্য নেই।

{ads}

 

News Breaking News Abir Chatterjee Raktabeej 2 Srijit Mukherji Tollywood সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article