header banner

Bamboo tree : বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে বাঁশগাছ রাখুন

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ভারতীয় বাস্তুশাস্ত্র (Ecology) খুবই প্রাচীন। এক সময় নানা বৈজ্ঞানিক ভাবনা চিন্তা করেই প্রত্যেকের বাড়ি বানানো ও ঘর সাজানোর পরামর্শ দেওয়া হয়েছে বাস্তুশাস্ত্রে। আপনার জীবনে বাড়ি হয়তো একবারই হবে, কিন্তু বাস্তু বিচার করে সেই বাড়ি করলে আপনার শান্তি ও সমৃদ্ধি অটুট থাকবে। তাই ঘর সাজানোর সময় অবশ্যই কয়েকটি বিষয় খেয়াল রাখবেন।

{link}

তারমধ্যে অন্যতম বাড়িতে বাঁশ গাছ লাগানো। হ্যাঁ, বাঁশ গাছ (bamboo tree) বাড়িতে থাকলে সেই বাড়িতে অশান্তি প্রবেশ করে না। বাঁশ গাছ মানেই বিরাট ঝোপঝাড় সেই কনসেপ্ট এখন নেই। এখন নতুন কৃষি প্রযুক্তির সাহায্য ছোট ইন্ডোর বাঁশগাছ সর্বত্র পাওয়া যায়। আপনার যদি বড়ো জমি না থাকে তাহলে অবশ্যই সেই ছোট বাঁশগাছ তবে রাখতে পারেন। বাস্তু শাস্ত্র অনুযায়ী, বাড়িতে বা অফিসে গাছ লাগানো শুভ বলে মনে করা হয়। বাস্তুবিদরা বলে থাকেন, বাস্তু অনুসারে, বাঁশ গাছকেও আসলে শুভ বলে মনে করা হয়। তবে, বাস্তু অনুসারে, বাঁশের চারা সঠিক জায়গায় না লাগালে কিন্তু অর্থনৈতিক অবস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে।

{link}

* বাড়িতে বা অফিসে বাঁশ গাছ লাগালে আর্থিক অবস্থা মজবুত হয়। ঘরে বাঁশের চারা লাগালে রোগ-বালাই দূর হয় শরীরও সুস্থ থাকে। 
* পূর্ব দিকে বাঁশ গাছ লাগানো খুবই শুভ বলে মনে করা হয়। এর ফলে ঘরে শান্তি বজায় থাকে বলে বলা হয়।
* ঘরে কোনও পাত্রে ২-৩ ফুট উচ্চতা পর্যন্ত বেড়ে ওঠা বাঁশের চারা লাগালে তা জানালার কাছে বা সরাসরি সূর্যের আলো আসে এমন জায়গায় রাখা উচিত।
* বাঁশ গাছ বায়ু পরিশোধক হিসেবেও কাজ করে। দূষণ কমাতে সহায়ক। গাছের যত্ন নেওয়াও সহজ।
* কর্মস্থলে বাঁশের চারা লাগালে কাজের পরিবেশ বিশুদ্ধ থাকে। এটি নেতিবাচক শক্তি 9negative energy) দূর করে।
* সার্বিক ভাবে পড়াশোনা বা যে কোনও ধরনের সৃজনশীল কাজে অগ্রগতির জন্য বাঁশের চারা খুবই শুভ বলে মনে করা হয়।

{ads}

News Breaking News Viral News Entertainment News bamboo tree Ecology news সংবাদ

Last Updated :