header banner

Neil Nitin Mukesh : শাহরুখের কারণে কেরিয়ার বরবাদ অভিনেতার ?

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : নীল নিতিন মুকেশের (Neil Nitin Mukesh) রক্তে আছে অভিনয়। পুরো পরিবার শিল্পী। ঠাকুরদা তো হিন্দি গানের জগতে প্রাতঃস্মরণীয়। তবুও তার ঝুলিতে শুধুই 'ফ্লপ' ছবি। ছোট থেকেই সিনেমার পরিবেশে নীলের বড় হয়ে ওঠা। বাবা নীতিন মুকেশ জনপ্রিয় গায়ক, ঠাকুরদা মুকেশ-ও কিংবদন্তি সঙ্গীত শিল্পী।

{link}

১৯৮৮ সালে 'বিজয়' ছবিতে শিশু শিল্পী হিসাবে নীলের বড় পর্দায় পা রাখা। নীল নীতিন মুকেশকে শেষ পর্দায় দেখা যায় ২০১৮ সালে। ১৩ বছরের ফিল্ম কেরিয়ারে তিনি ১১ টা ফ্লপ ছবি দিয়েছেন। বলি পাড়ায় এমন নজির কিন্তু আর বিশেষ নেই। ফ্লপের পর ফ্লপ হওয়ায় নীল নীতিন মুকেশ শেষ পর্যন্ত বলিউড থেকে বিদায় নেন। সূত্রের খবর, তাঁর নিজস্ব প্রযোজনা সংস্থা আছে।

{link}

অভিনেতার মোট সম্পত্তির পরিমাণ ৪০ কোটি। বলিপাড়ার একাংশের অনুমান, নীলের কেরিয়ার পতনের নেপথ্যে রয়েছেন শাহরুখ খান। তারকায় ভরা এক অনুষ্ঠানে নীলকে শাহরুখ একটি প্রশ্ন করায় বলিউডের বাদশাকে সকলের সামনে চুপ করতে বলেন নীল। এই ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। শাহরুখের (SRK) সঙ্গে মনোমালিন্য হওয়ার পরেই নাকি নীলের কেরিয়ারের পতন শুরু হয়। ঘটনা যাই হোক নীল এখন সম্পূর্ণ পর্দার পিছনে।

{ads}

News Breaking News Neil Nitin Mukesh Bollywood SRK সংবাদ

Last Updated :