header banner

Jeetu Kamal: শুটিংয়ে বুকে ব্যথা অনুভব! হাসপাতালে ভর্তি এই জনপ্রিয় অভিনেতা

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: জীতু এখন খুবই ভালো অভিনয় করছেন। সকলের দৃষ্টির মধ্যে আছেন। হঠাৎ তার ঘটলো বিপত্তি। শুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন জীতু কমল। জানা যায়, আচমকাই বুকে ব্যথা অনুভব করছিলেন অভিনেতা। পাশাপাশি কাঁপুনি দিয়ে জ্বরও আসে জীতুর। এরপরই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। বর্তমানে বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের ‘আর্য’। সূত্রের খবর, হুগলির ধান্যকুড়িয়ায় প্রকাশ লাহিড়ি পরিচালিত ‘এরাও মানুষ’ ছবির শুটিং করছিলেন জীতু। সেসময়েই আচমকা বুকে ব্যথা অনুভব করেন তিনি। কাঁপুনি দিয়ে জ্বরও আসে তাঁর।

{link}

  পরিস্থিতি বেগতিক দেখে দেরি না করে তড়িঘড়ি কলকাতায় নিয়ে এসে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। প্রসঙ্গত, ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের পাশাপাশি বর্তমানে ‘এরাও মানুষ’ সিনেমার শুটিং করছেন জীতু। সূত্র মারফৎ খবর, একটানা শুটিংয়ের এই চাপ না নিতে পেরেই অসুস্থ পড়েছেন অভিনেতা। প্রসঙ্গত, ব্যক্তিগত জীবনের টানাপোড়েন অধ্যায় কাটিয়ে পঁচিশ সালে টলিউডে ঝোড়ো ইনিংস শুরু করেছেন জীতু। ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত ‘গৃহপ্রবেশ’ ছবিতে প্রশংসিত হয়েছে তাঁর পারফরম্যান্স। উপরন্তু দীতিপ্রিয়া রায়ের সঙ্গে জুটি বেঁধে জিতু কমলের ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকও প্রথম থেকেই টিআরপিতে ভালো ফল করছে।

{ads}

Jeetu Kamal News Jeetu Kamal Health Bengali Actor Bengali Serial Movie Bengali News সংবাদ বাংলা সিরিয়াল জিতু কামাল খবর

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article