শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ক্যান্সারের সঙ্গে লড়াই করে অবশেষে চলে গেলেন আমাদের সকলের প্রিয় কর্ণ - পঙ্কজ ধীর। দীর্ঘ বছর ধরে তাঁর ক্যানসার ছিল। মৃত্যুকালে পঙ্কজ ধীরের বয়স হয়েছিল ৬৮। মহাভারত ছাড়াও একাধিক হিন্দি জনপ্রিয় সিরিয়ালে অভিনেয় করেছেন তিনি। মহাভারত ধারাবাহিকে প্রথমে অর্জুন চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব পান পঙ্কজ। কিন্তু যখন তিনি বিআর চোপড়ার কাছে জানতে পারেন যে চিত্রনাট্যের প্রয়োজনে দাড়ি-গোঁফ কাটতে হতে পারে, তখন তিনি আপত্তি জানান। অর্জুনের চরিত্রে পঙ্কজ অভিনয় করতে চান না শুনে পরিচালক পঙ্কজকে সেট থেকে ধাক্কা দিয়ে বার করে দেন। কয়েক মাস পর আবার পঙ্কজের ডাক পড়ে মহাভারত-এর সেটে। কর্ণ চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব পান পঙ্কজ। নিজের মতো করে কর্ণের চরিত্রটিকে পর্দায় ফুটিয়ে তোলেন পঙ্কজ।
{link}
এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ''আমাকে দর্শক এত ভালবাসা দিয়েছে যে পাঠ্যবইয়ে কর্ণের কথা উঠলে সেখানে কর্ণের সাজসজ্জায় আমার ছবি থাকে। এমনকি ভারতের দু’টি জায়গায় (হরিয়ানার কারনাল এবং ছত্তীসগঢ়ের বস্তার) যে কর্ণের মন্দির রয়েছে সেখানেও আমার শরীরী গঠনে মূর্তি তৈরি করে পুজো করা হয়।'' বেশ কয়েকটি হিন্দি ছবিতেও ছোট চরিত্রে অভিনয় করেছিলেন। ক্যান্সার প্রথমিকভাবে কমে গেলেও কয়েক মাস আগে আবার দেখা দেয়। তার একটা অপারেশন পর্যন্ত হয়, কিন্তু শেষ রক্ষা হলো না।
{ads}