header banner

R. Madhavan : প্রতিবাদে সোচ্চার অভিনেতা

article banner

 শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ২২ এপ্রিল কাশ্মীরের বৈসরন উপত্যকায় জঙ্গি হানায় নিহত হয়েছেন অন্তত ২৬ জন। তাঁদের মধ্যে ছিলেন ২৫ জন ভারতীয়। একজন বিদেশি (নেপালি)। হত্যা করার আগে ধর্মীয় পরিচয় জেনে তাঁদের গুলি করা হয়। এমন নিন্দনীয় ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। এবার সেই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ছবি সম্পর্কিত সমস্ত অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত সমর্থন করলেন অভিনেতা আর মাধবন (R. Madhavan)।

{link}

পাশাপাশি তিনি নিহত এবং তাঁদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। অভিনেতা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে হাত জোর করা ইমোজি দিয়ে একটি পোস্ট রি-শেয়ার করেছেন।  পোস্টটিতে লেখা ছিল, ‘বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে সিনেমার টিজার, ট্রেলার লঞ্চ ইভেন্টগুলি বাতিল করা হয়েছে। এছাড়াও, বেশ কয়েকটি ব্র্যান্ড লঞ্চের সঙ্গে একটি বড় পুরস্কার বিতরণী অনুষ্ঠানও বাতিল করা হয়েছে। অন্যান্য সমস্ত শিল্পের মতো, আমাদের চলচ্চিত্র শিল্পও এই কঠিন সময়ে দুঃখ, শোক এবং সংহতির অংশীদার।’

{link}

এই পোস্টটি আর মাধবন তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে, এই সিদ্ধান্তের প্রতি তাঁর সমর্থন প্রকাশ করেছেন। তাছাড়াও অভিনেতা ইনস্টাগ্রামে এই নৃশংস ঘটনার নিন্দা করে লেখেন, ‘ভয়ঙ্কর, হতাশ, বিস্মিত, গভীর শোক এবং দুঃখ। হৃদয়বিদারক #Pahalgamaattack। রাগ, ক্রোধ, প্রতিশোধ এবং প্রতিশোধ, প্রতিশোধ!! ধ্বংস করুন, ধ্বংস করুন, উদাহরণ স্থাপন করুন, কাপুরুষ অপরাধীরা।’

{ads}

News Breaking news Pahalgamaattack R. Madhavan সংবাদ

Last Updated :