header banner

আন্দুলে অভিনেত্রী অনুষ্কা শর্মা, চলছে ঝুলন গোস্বামীর বায়োপিক 'চাকদা এক্সপ্রেস'-এর শুটিং

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: বৃহস্পতিবার বেলা থেকে বলিউডের হিন্দি চলচ্চিত্রর শুটিং চলছে আন্দুল রাজবাড়ি মাঠে। বাংলার ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক "চাকদা এক্সপ্রেস"-এর শ্যুটিংয়ে আন্দুল রাজমাঠে উপস্থিত বলিউডের অভিনেত্রী অনুষ্কা শর্মা। আন্দুল রাজমাঠ ও ইস্ট কেবিনে এই চলচ্চিত্রর শুটিং হয়। যা দেখতে রীতিমতো ভিড় উপচে পড়েছিল সাধারন মানুষের। 

{link}
বৃহস্পতিবার শ্যুটিং-এর কারনে স্থানীয় পুলিশ ও প্রশাসনের তরফ থেকে গোটা এলাকার চত্বরকে অভুতপূর্ব নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। তবে তাতে সাধারন মানুষের উৎসাহ এবং উদ্দীপনাতে এতটুকু ভাটা পড়েনি। বরং এই শুটিংকে কেন্দ্র করে এলাকাবাসীদের মধ্যে উৎসাহ ছিল যথেষ্ট চোখে পড়ার মত। আজ সকাল থেকে শুরুর কথা থাকলেও দেরিতেই শুরু হয় এই শুটিংয়ের কাজ। আর বেলা যত গড়ায় প্রচারের মাধ্যমে মানুষের ভিড়ও বাড়তে থাকে ততোই।

{link}
স্থানীয় বাসিন্দারা এই চলচ্চিত্রর নির্মাতাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। তাঁদের আশা এই চলচ্চিত্রর মাধ্যমে আন্দুলের নামও আরও প্রচারিত হবে। পাশাপাশি মাঠের ভিতরে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে পুলিশ ও প্রশাসন। কাউকে বাইরে থেকে মোবাইলে ছবি তুলতে দেখলেও নিষেধ কর হচ্ছে। এছাড়াও আন্দুল রাজমাঠ একটি ঐতিহাসিক স্থান। এই চলচ্চিত্রর মাধ্যমে গোটা পৃথিবীর মানুষের কাছে সেই ইতিহাস প্রচারিত হোক এমনটাই আশা এলাকাবাসীদের। শুটিং চলার সময় অভিনেত্রীর নিরাপত্তার জন্য বিভিন্ন ধরণের অত্যাধুনিক নজরদারি প্রযুক্তির সাহায্য নেওয়া হয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্রের খবর। বৃহস্পতিবারের সকালে কার্যত এক অন্য স্বাদের অভিজ্ঞতার স্বাদ মিলল বলেই মনে করছেন আন্দুলবাসী। 
{ads}

news entertainment Anushka Sharma Andhul Howrah West Bengal সংবাদ

Last Updated :