header banner

Bengali Serial: মন্দারমণি যাওয়ার পথে বাসে জন্মদিন পালন অভিনেত্রী আরাত্রিকার! প্রকাশ্যে ছবি

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: খুবই সুন্দর ও খুব অভিনব জন্মদিন উদযাপন করলেন অভিনেত্রী আরাত্রিকা। । এই মুহূর্তে টেলিভিশনের পর্দায় ‘উজি’ চরিত্রে দেখতে পাচ্ছেন দর্শক। ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকে তাঁর অভিনয় বেশ প্রশংসিত হচ্ছে। একইসঙ্গে এই ধারাবাহিকের টিম হয়ে উঠেছে বরাবরের মতোই তাঁর দ্বিতীয় পরিবার। সারাদিন শুটিং ফ্লোরেই যাপন সকলের সঙ্গে। আর সেই টিমের সঙ্গেই মন্দারমণির উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন আরাত্রিকা। আর সেই যাত্রাপথেই হঠাৎ টিমের সকলে মাতলেন তাঁর জন্মদিন পালনে। অভিনেত্রীর জন্মদিন ছিল ১৩ ডিসেম্বর। সেই দিন মন্দারমণি যাওয়ার পথে কোলাঘাটে ও তার আগে বাসে অভিনেত্রীর জন্মদিন পালন করেছে ধারাবাহিকের টিম। এমন উজ্জ্বল জন্মদিন পালনের সকলেই খুশি। সকলেই মনে করে এভাবেই এক একটা সিরিয়াল এক একটা পরিবার হয়ে উঠতে পারে।

{link}

ছবিটা আমাদের হাতে এসেছে একটু দেরিতে। সেখানে দেখা গেছে গ্রুপের সবাই বেশ হাসি মুডে সহ অভিনেত্রীর জন্মদিনে মেতে উঠেছেন। রবিবার সেই সেলিব্রেশনের ছবি নিজের সোশাল মিডিয়া হ্যান্দেলে ভাগ করে নিয়েছেন আরাত্রিকা। ধন্যবাদ জানিয়েছেন গোটা টিমকে। ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘১৩ ডিসেম্বর, ২০২৫। ২০২৫ সালের এই জন্মদিনটা একটু অন্যরকম, একটা উজ্জ্বল মুহূর্ত।’ আরাত্রিকা আরও লেখেন, ‘প্রতি বছর বাবা, মা পালন করে, এ বছরও করেছে । কিন্তু এবারের জন্মদিন মন্দারমণি যাত্রাপথে বাসের মধ্যে ঠিক রাত ১২ টায়, এবং কোলাঘাটে পালন করলো ‘জোয়ার ভাটা’র পুরো টিম। আমি আপ্লুত যে সুশান্ত দা, বাবুদা,মানস দা সহ প্রযোজনা সংস্থার পুরো ইউনিট যেভাবে আমাকে এত সুন্দর একটা দিন উপহার দিয়েছে তার জন্য কৃতজ্ঞতা জানাবার ধৃষ্টতা নেই, আমি ব্লেসড।’ এভাবেই সমস্ত টিমের সঙ্গে বেশ মিলন মেলায় মিলিত হলেন আরাত্রিকা।

{ads}

Actress Aratrika Mandarmani Serial Indian Serial Bengali Serial News Bengali Serial News Bollywood Tollywood সংবাদ জোয়ার ভাটা সিরিয়াল আপডেট বাংলা সিরিয়াল

Last Updated :

Related Article

Latest Article