header banner

Tollywood : আবার দেবের সঙ্গে এক ফ্রেমে অনির্বাণ

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বছর চারেক পড়ে আবার দেবের (Dev) সঙ্গে এক ফ্রেমে আছে অনির্বাণ (Anirban Bhattacharya)। এদের শেষ দেখা গিয়েছিল 'গোলন্দাজ’ (Golondaaj) ছবিতে। এবার 'রঘু ডাকাত' ছবিতে। সম্প্রতি, দেব প্রযোজিত তথা নিবেদিত ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ রিলিজের প্রাক্কালে অনির্বাণ ভট্টাচার্য শুভেচ্ছা জানিয়েছিলেন। জল্পনার সূত্রপাত সেখান থেকেই।

{link}

তবে এবার মোক্ষম খবর, ‘রঘু ডাকাত’ পরিচালক, প্রযোজকদ্বয়ের সঙ্গে প্রাথমিকস্তরে অনির্বাণের কথা হয়েছে। কিন্তু কোন রোলে? তা অবশ্য এখনও পরিষ্কার নয়। পঁচিশের পুজোর মহাচমক ‘রঘু ডাকাত’। বর্তমানে ছবির প্রি প্রোডাকশন চলছে পুরোদমে। দিন কয়েক আগেই পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টিম মিটিং সেরেছেন দেব। সূত্রের খবর, এবার অনির্বাণ ভট্টাচার্যকে বিশেষ চরিত্রে কাস্ট করতে চাইছেন নির্মাতারা। এখন দেখার অনির্বান কে কোন চরিত্রে দেখা যাবে!

{ink}

দেব অনির্বান জুটি নিয়ে খুবই উৎসাহী ওদের ভক্তমহল। তাদের ধারণা এই জুটি থাকলে রঘু ডাকাতকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। প্রসঙ্গত, দেব-ধ্রুব জুটি এর আগেও ‘গোলন্দাজ’-এ চমক দিয়েছে, এই পিরিয়ড ড্রামার ক্ষেত্রেও যে তার অন্যথা হবে না, তা হলফ করে বলা যায়। ছবির চিত্রনাট্য লেখা শেষ করেছেন ধ্রুব। দেবের সঙ্গে শুটিংয়ের তারিখ নিয়েও আলোচনা হয়েছে। এমনকী, মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে নাকি ছবির কিছু দৃশ্যের শুটিং হওয়ার কথা। তা নিয়েই রেইকি চলছে আপাতত। এসবের মাঝেই শোনা গেল, ‘রঘু ডাকাত’-এ খলচরিত্রে অভিনয় করবেন অনির্বাণ ভট্টাচার্য। এখন শুধুই অপেক্ষার পালা। দেখা যাক শেষ পর্যন্ত অনির্বান কোন চরিত্রে অভিনয় করেন!

{ads}

News Breaking News Dev Anirban Bhattacharya Tollywood সংবাদ

Last Updated :