header banner

Uttam Mohanty : আবার নক্ষত্রপতন বিনোদন জগতে

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : চলে গেলেন ওড়িশার মহানায়ক উত্তম মোহান্তি (Uttam Mohanty)। আবার নক্ষত্রপতন বিনোদন জগতে। ওড়িয়া ও বাংলায় বহু সিনেমা করে তিনি যথেষ্ট খ্যাতির শীর্ষে। ওড়িয়া সিনেমায় তাঁকে অন্যতম সুপার ষ্টার হিসাবে বিবেচনা করা হয়। তাঁর প্রয়াণে শোকের ছায়া দুই সিনেদুনিয়ায়। শুক্রবার দিল্লির এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ওড়িয়া সিনেজগতের নক্ষত্রপতনে এদিন সকালেই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্যের ঘোষণা করেছেন ওড়িশার (Odisha) মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি (Mohan Charan Majhi)।

{link}

শোকপ্রকাশ করে স্মৃতির সরণিতে ফিরে গেলেন তাঁর বাংলা ছবির নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্তও (Rituparna Sengupta)। তাকে হারিয়ে বিনোদন জগতের বিশাল ক্ষতি বলেই মনে করেন টলি পাড়া। ঋতুপর্ণা জানালেন, “একজন অসাধারণ ব্যক্তিত্ব, মানুষ, অভিনেতা চলে গেলেন। ওড়িয়া সিনে সাম্রাজ্যের উনি ‘মহানায়ক’ উত্তম মোহান্তি। আমাদের এখানে যেরকম উত্তম কুমার। ওখানে সেরকম উত্তম মোহান্তি। এই মহানায়কের এক দারুণ অধ্যায় রয়েছে। বাংলা এবং ওড়িয়া দুই ভাষাতেই উনি অনেক কাজ করেছেন এবং আমার যখন সৌভাগ্য হয়েছিল সেই মানুষটির সঙ্গে কাজ করার, তখন আমি সবে আমার অভিনয় কেরিয়ার শুরু করেছি। উনি আমার নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন।

{link}

ভাবা যায়! আর আমার ওঁকে ভীষণ ভালো লাগত। এত সুপুরুষ। আমি তখন খুবই বাচ্চা ছিলাম। উত্তমদাকে দেখেই আমার মন ভালো হয়ে যেত।" ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রির ‘পয়লা সুপারস্টারের’ সঙ্গে ঋতুপর্ণার অভিনয় জীবনের বেশ লম্বা সফর। অভিনেত্রী জানালেন, “আমি ওঁর সঙ্গে বারিপোতাতে গানের শুটিং করেছি। ওই ছবিতে মহাশ্বেতাদিও ছিলেন। আমিও ছিলাম। সেটে আমাকে দেখে জিজ্ঞেস করেছিলেন- ‘এই বাচ্চা মেয়েটা কোথা থেকে এল? হিরোইন হয়েছে।’ তারপর আমি উত্তমদার সঙ্গে ‘নাগপঞ্চমী’ করছি। সেই ছবিতে উনি আমার নায়ক না হলেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছিলেন। "

{ads}

News Breaking News Odisha Uttam Mohanty সংবাদ

Last Updated :