header banner

Akshay Kumar: ২০২৬ সালে বড় চমক! আসছে তারকা খচিত অক্ষয়ের 'ওয়েলকাম টু দ্য জঙ্গল’

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: অক্ষয় কুমার মানেই অক্ষয় কুমার। কারোর সঙ্গে তুলনা চলেনা এই বলিউডের ‘খিলাড়ি’র। তার 'ওয়েলকাম' প্রায় কেউই বলেন নি। এবার  তারই দ্বিতীয় পর্ব। ২০০৭ সালে অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘ওয়েলকাম’ ছবির সিক্যুয়েল ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ আসছে খুব তাড়াতাড়ি। এবার বড়দিনেই এই ছবি নিয়ে একটি পোস্ট করেন অক্ষয়। একটি শর্ট ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করে একপ্রকার সকলকে তাক লাগিয়েছেন বলিউডের ‘খিলাড়ি’। ৩১ সেকেন্ডের সেই ভিডিওতে অক্ষয়কে দেখা যাচ্ছে এক্কেবারে অন্য লুকে। সাদা চুলে এক্কেবারে অন্য অবতারে ধরা দিলেন অক্ষয়। তাঁর কাছ থেকে এই ছবিতেও দর্শক যে নতুন কিছু পাবেন সে কথা বলাই বাহুল্য। তাই দর্শকের উন্মাদনার পারদ যে চড়ছে সেকথা বলা যায়। তবে শুধু অক্ষয় একা নন। এই ভিডিওতে দেখা যাচ্ছে একইসঙ্গে আরশাদ ওয়ারসি, সুনীল শেট্টি, রবীনা ট্যান্ডন প্রমুখকে।

{link} 

  এই ছবির সবথেকে বড় চমক যা তা হল দ্বৈত চরিত্রে ও দু’টি আলাদা আলাদা বয়সের চরিত্রে দেখা যাবে অক্ষয়কে। ৩১ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে দু’টি দলে বিভক্ত তাঁরা। একটি দলের নেতৃত্ব দেন বয়স্ক অক্ষয়। তাঁর সঙ্গে রয়েছেন সেই দলে রয়েছেন রবিনা ট্যান্ডন, আরশাদ ওয়ারসি, তুষার কাপুর, সুনীল শেট্টি প্রমুখকে। অন্য দলে দেখা যাচ্ছে দিশা পাটানি ও কম বয়সি অক্ষয়কে। দুই পক্ষের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা কতখানি, কী বিশেষত্ব তা যদিও বোঝা যাবে ছবি মুক্তির পর। আর এই ভিডিও পোস্ট করে সকলকে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন অক্ষয়। পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘ওয়েলকাম টু দ্য জাঙ্গল ছবির তরফে সবাইকে বড়দিনের অনেক শুভেচ্ছা।

{ads}

Akshay Kumar Movie Bollywood Movie Bollywood Movie Bollywood New Movie Welcome to The Jungle সংবাদ অক্ষয় কুমার সিনেমা বলিউড আপডেট

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article