শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : প্রায় ১৭ বছর পর প্রিয়দর্শনের (Priyadarshan) ছবির মাধ্যমে রিইউনিয়ন হতে চলেছে এই দুই তারকার। প্রিয়দর্শনের ছবি মানেই যে তাতে অনাবিল আনন্দ থাকবে সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। শনিবার অক্ষয় ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে সইফ এবং প্রিয়দর্শন আড্ডায় মজেছেন, অক্ষয়ের (Akshay Kumar) হাতে ধরা রয়েছে আগামী ছবির ক্ল্যাপবোর্ড, যার সঙ্গে আশ্চর্যজনকভাবে মিলে গেছে অক্ষয়ের টি-শার্টে লেখা saint লেখার রঙ।
{link}
অক্ষয়ের জামা দেখে প্রিয়দর্শন মজা করে বলেন, সইফের (Saif Ali Khan) এই পরা উচিত আর অক্ষয়ের ক্ল্যাপবোর্ড ধরে রাখা উচিত। অক্ষয় বলেন, ‘তুমি কতটুকু জানো, ও একটা শয়তান।' সঙ্গে সঙ্গে সইফ বলে ওঠেন, ‘ভেতরে।’ দুই তারকার কথা শুনে প্রিয়দর্শনও হাসতে হাসতে বলেন,' যাই হোক আমি দুটো শয়তানের সঙ্গে কাজ করছি।' এরপরেই প্রিয়দর্শনের দিকে ইঙ্গিত করে অক্ষয় বলেন, ‘তুমি কি এই শয়তানটার কথা জানো? সইফ বলেন, আমি কিন্তু এই শয়তানটাকে খুব ভালো করে চিনি।’
{link}
তিনজনের মধ্যে এই ভাবেই চলতে থাকে খুনসুটি। ভিডিয়ো শেয়ার করে অক্ষয় লেখেন,' আমরা সবাই একটু একটু শয়তান, কেউ ওপর থেকে সাধু আবার কেউ ভেতর থেকে হ্যায়ওয়ান।' সইফের কথা উল্লেখ করে অক্ষয় লেখেন, ‘১৮ বছর পর একসঙ্গে কাজ করতে পেরে দারুণ লাগছে। আসুন এবার একসঙ্গে শয়তানি শুরু করি।’ ২০০৮ সালের পর আবার এক সঙ্গে এই দুই অভিনেতাকে দেখে ভীষণ খুশি দর্শকরা।
{ads}