header banner

Pushpa 2 : সব রেকর্ড ভেঙে চুরমার

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : অনেক আগের থেকেই বোঝা গিয়েছিল 'পুষ্পা-২' (Pushpa 2) বহু রেকর্ড ভাঙতে চলেছে। ছবিটা নিতান্তই বাণিজ্য মূলক মারামারির ছবি। কিন্তু প্রবল বিজ্ঞাপনের জোরে দর্শকদের মনে তৈরী করেছে চূড়ান্ত উন্মাদনা। গত ৫ তারিখ রিলিজ হওয়ার আগেই অগ্রিম বিক্রি হয়েছে ১০০ কোটি টাকার টিকিট। এতদিন পর্যন্ত ভারতে প্রথম দিন সবচেয়ে বেশি ব্যবসা করেছিল যে ৯টি ছবি তা হলো -

* জওয়ান (২০২৩) - ৬৫.৫ কোটি টাকা
* পাঠান (২০২৩) - ৫৫ কোটি টাকা
* অ্যানিমেল (২০২৩) - ৫৪.৭৫ কোটি টাকা
* KGF: পার্ট ২ (২০২২) - ৫৩.৯৫ কোটি টাকা

{link}

* স্ত্রী ২ (২০২৪) - ৫১.৮ কোটি টাকা
* যোদ্ধা (২০১৯) - ৫১.৬ কোটি টাকা
* ঠাগস অফ হিন্দুস্তান (২০১৮) - ৫০.৭৫ কোটি টাকা
* সিংহাম এগেইন (২০২৪) - ৪৩.৫ কোটি টাকা
* টাইগার ৩ (২০২৩) - ৪৩ কোটি টাকা
কিন্তু এই সব রেকর্ড ভেঙে প্রথম দিন পুষ্পা-২ বাণিজ্য দিলো ৭২ কোটি টাকা।

{link}

পুষ্প ২: দ্য রুল হল সুকুমার পরিচালিত একটি তেলেগু চলচ্চিত্র। এটি তেলেগু এবং হিন্দি ছাড়াও তামিল, কন্নড়, মালয়ালম, বাংলা ভাষায় মুক্তি পেয়েছে। চলচ্চিত্রটি পুষ্পা রাজ নামে একজন রেড স্যান্ডার্স চোরাকারবারীর গল্প। যে সিন্ডিকেটের নিয়ন্ত্রণ নেয় এবং ভানওয়ার সিং শেকাওয়াত নামে একজন পুলিশ অফিসারের বিরুদ্ধে মুখোমুখি হয়ে লড়াই করে। এটি ২০২১ সালের চলচ্চিত্র পুষ্পা: দ্য রাইজের সিক্যুয়াল। আর এবার এর দ্বিতীয় অংশেই বিশাল বাজার করছে ছবিটি। ভারতের মানুষের সিনেমার উন্মাদনার এক আদর্শ নিদর্শন তৈরী করলো -পুষ্পা-২।

{ads}

News Breaking News Pushpa 2 সংবাদ

Last Updated :