শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : টলিপাড়ায় (Tollywood) বেশ কিছুদিন ধরেই চলেছে বিতর্ক। ফেডারেশনের বিরুদ্ধে ১৩ জন বিক্ষুব্ধ পরিচালকের মূল মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট (Kolkata HighCourt)। শুধু তাই নয়, মামলাকারী পরিচালকদের নানা অযৌক্তিক ও তথ্যহীন দাবি উড়িয়ে দিয়ে বুধবার বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ, ‘এই সমস্যার সমাধান এখানে সম্ভব নয়’। স্বভাবতই ফেডারেশনের বিরুদ্ধে পরমব্রত (Parambrata Chatterjee), সুদেষ্ণা রায়রা (Sudeshna Roy) যে মামলা দায়ের করে প্রায় দশ হাজার টেকনেশিয়ানের রুটিরুজিকে অনিশ্চয়তার পথে ঠেলে দিয়েছিলেন, এই রায়ের জেরে সেই ধোঁয়াশা কেটে গেল।
{link}
আদালতের রায় নিয়ে এদিন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস জানিয়েছেন, “সত্যের জয় হল। মামলা শুরুর প্রথমদিন থেকে আমরা হাই কোর্টের উপর আস্থা বিশ্বাস রেখেছিলাম। মহামান্য বিচারপতি সবদিক বিবেচনা করে, আমাদের বক্তব্যকে যুক্তিযুক্ত মনে করে এই ‘বাংলা বিরোধী’দের মামলা খারিজ করে দিয়েছেন। আদালতের কাছে তাই এই দশ হাজার টেকনিশিয়ান-শিল্পীরা কৃতজ্ঞ।” ফেডারেশনের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনে হাই কোর্টে মামলা করেন টলিপাড়ার ১৩ জন বিদ্রোহী পরিচালক।
{link}
এঁরা হলেন– পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, বিদুলা ভট্টাচার্য, আশিস সেনচৌধুরি, সুদেষ্ণা রায়, ইন্দ্রনীল রায়চৌধুরি, সুমিত দাম, কিংশুক দে, সুব্রত সেন, প্রসেনজিৎ মালিক, অভিষেক সাহা, সৌরভ ভট্টাচার্য, দেবেশ চক্রবর্তী। ফেডারেশনের অভিযোগ, এই ১৩ জনের মধ্যে ৬ জন কোনওদিন ছবি বা সিরিয়াল পরিচালনার কাজ করেননি। এদিন শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা বিক্ষুব্ধ পরিচালকদের মামলা খারিজ করে দেন। অন্য যে দুটি আদালত অবমাননার মামলা রয়েছে, তা নিয়ে ১৭ নভেম্বর হলফনামা দিতে বলা হয়েছে।
{ads}