header banner

KIFF 2025: সাংস্কৃতিক মঞ্চে বাঙালির লজ্জা! চলচ্চিত্র উৎসবে 'জাল প্রবেশপত্র' ব্যবহারের অভিযোগ

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: এ কথা চরম শত্রুও অস্বীকার করবে না বাঙালির মূল্যবোধ ও সততা একদম তলানিতে গিয়ে থেকেছে। ফিল্ম ফেস্টিফিল তা আবার প্রমাণ করলো। ৩১তম ‘কিফ’-এ সোমবারও সিনেপ্রেমীরা ভিড় জমালেন। তবে উৎসবের জাঁকজমকের মাঝেই একটি অনভিপ্রেত ঘটনার খবর মিলল। ধরা পড়ল ৩৫৭টি ভুয়ো কার্ড। যার ফলে এদিন সাংবাদিক বৈঠক করেন নন্দনের অধিকর্তা শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায় এবং ফেস্টিভ্যালের কোঅর্ডিনেটর প্রদীপকুমার সরকার। শর্মিষ্ঠা জানান, 'রোজ প্রচুর মানুষ আসছেন সিনেমা দেখতে, তাঁদের ইচ্ছাপূরণ করতে। তাঁদের উৎসাহ চোখে পড়ার মতো। এর মধ্যেই অনেক মানুষ জাল কার্ড নিয়ে ঢুকে পড়ছেন। যেখানে ‘ফ্রি পাস’ দেওয়ার ব্যবস্থা রয়েছে সেখানে কেন আবার কার্ড জাল হচ্ছে? এই বিষয়ে তিনি বিস্ময় প্রকাশ করেন। পুলিশকেও এই বিষয়ে জানানো হয়েছে।'

{link}

  তিনি আরও বলেন, পুলিশ খতিয়ে দেখবেন এই বিষয়টা। ফেস্টিভ্যাল কর্তৃপক্ষের আবেদন, অবৈধ কার্ডের সঙ্গে যুক্ত হবেন না। মানুষের নিরাপত্তার কথা ভেবেই তাঁদের এই অনুরোধ। বাজেয়াপ্ত করা কার্ডের মধ্যে ভুয়ো প্রেস কার্ড, গেস্ট কার্ডও রয়েছে। সোমবার দুপুরে কয়েকটি ছবির সাংবাদিক সম্মেলন হয়। তার মধ্যে রয়েছে সঞ্জয় ঘোষদস্তিদারের ‘যোজনগন্ধা : আ টারবিউলেন্ট ভয়েস’। বিকেল নাগাদ রাজা চন্দ তাঁর ‘হালুম’ ছবির অভিনেতা সত্যম ভট্টাচার্য, সুদীপ্তা চক্রবর্তী, সায়ন ঘোষ ও পারিজাত চৌধুরিকে নিয়ে বক্তব্য রাখেন। ছবিটি রয়েছে বেঙ্গলি প্যানোরামা বিভাগে। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ‘বাঘু মান্নার বরাত’ গল্প নিয়ে এই ছবি। তাঁর সঙ্গে সংলাপ লিখেছেন ভাস্কর চৌধুরি। রাজার কথায়, প্রান্তিক মানুষের ভালোবাসার গল্প নিয়ে এই ছবি।

{ads}

Kolkata International Film Festival Film Festival KIFF News Movies Bengali News Fake Entry Cards Movies সংবাদ চলচ্চিত্র উৎসব কলকাতা চলচ্চিত্র উৎসব

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article