শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : অনেকদিন সেভাবে সাফল্যর মুখ দেখলেন আমির খান (Aamir Khan)। মাঝখানে অনেকটা বন্ধা সময় কাটিয়েছেন তিনি। 'সিতারে জমিন পর’ (Sitaare Zameen Par) সিনেমার সুবাদে আমিরের কপাল খুলল। ১৫০ কোটির উপর ব্যবসা করার পাশাপাশি এই সিনেমা দেখে সুপারস্টারের প্রশংসায় পঞ্চমুখ সিনেসমালোচক, দর্শকরা। শাহরুখ-সলমন আগেই এই সিনেমা দেখে দারুণ রিভিউ দিয়েছেন।
{link}
এবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে (Eknath Shinde) খোদ আমির খানের পিঠ চাপড়ালেন। সম্প্রতি মুম্বইতে ‘সিতারে জমিন পর’ সিনেমার স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছিল। যেখানে এই ছবি প্রদর্শনের মাধ্যমেই বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশুদের নিয়ে সচেতনতার প্রচার চালানো হয়। সেখানেই উপস্থিত ছিলেন একনাথ শিণ্ডে। 'সিতারে জমিন পর’ দেখে আবেগঘন শিণ্ডের মন্তব্য, “বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশুরা আলাদা নয়। সমাজের আর পাঁচজন শিশুর মতোই ওদেরও শিক্ষার অধিকার রয়েছে।
{link}
মহারাষ্ট্র (Maharashtra) সরকার মূলধারার স্কুলগুলিতে প্রয়োজনীয় সমস্ত সাহায্য করবে। প্রয়োজনে, বিএমসি স্তরেও এই সিদ্ধান্তকে বিবেচনা করে দেখা হবে। এবং অবশ্যই সেটা ইতিবাচকভাবে।” এদিন সিনেমা দেখার পাশাপাশি স্পেশাল স্ক্রিনিংয়ে আমন্ত্রিত বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশু-ব্যক্তিদের সঙ্গে করমর্দন করতেও দেখা যায় একনাথ শিণ্ডেকে।
{ads}