header banner

Lantana : কৃষিজমিতে আগাছা দমনে কার্যকর অস্ত্র

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : আমাদের চারপাশে নানা ধরনের ঔষধি গাছ পাওয়া যায়। কিন্তু সেই বিষয়ে সঠিক তথ্য না থাকায় আমরা সেগুলিকে আগাছা ভেবে তুলে ফেলি। অথচ এই আগাছাগুলি আমাদের জন্য অত্যন্ত উপযোগী। নানা ভাবে উপকার করতে পারে। এর মধ্যে অন্যতম হল ল্যান্টানা (Lantana)। যাকে আমরা পুটুস গাছ বলে চিনি। বাড়ির চারপাশে মাঠে-ঘাটে কিংবা জঙ্গলে প্রচুর পরিমাণে জন্মায় এই গাছ।

{link}

ঝোপের মতো এই গাছ যে কোনও প্রকার মাটি এবং আবহাওয়ায় জন্মাতে পারে। আর এর সবথেকে বড় বিশেষত্ব হল, খরা সহ্য করেও টিকে যাওয়ার ক্ষমতা এই গাছের রয়েছে। এমনকী দ্রুত বৃদ্ধি পেয়ে ছড়িয়ে পড়তে থাকে ল্যান্টানা বা পুটুস গাছ। আলাদা করে রোপণ করারও প্রয়োজন হয় না। ল্যান্টানা গাছ সাধারণত ২ থেকে ৮ ফুট লম্বা হয়। এই গাছে ছোট্ট ছোট্ট রঙবেরঙের ফুলও ধরে। পুটুস ফুলের রঙ হলুদ, সাদা, গোলাপি এবং ক্রিম রঙের হয়। ভিন্ন ভিন্ন জায়গায় ল্যান্টানা গাছের নাম অবশ্য ভিন্ন ভিন্ন হয়। কৃষকদের জন্য ল্যান্টানা অত্যন্ত উপযোগী হতে পারে। নানা ধরনের প্রসাধনী তৈরিতে কাজে লাগে এই গাছ। শুধু তা-ই নয়, কৃষিজমিতে কীটনাশক হিসেবেও এটি ব্যবহার করা যেতে পারে। সেই কারণে বাজারে দেদার দামে বিকোয় এই গাছটি।

{link}

অনেকেই হয়তো জানেন না যে, ল্যান্টানা থেকে নিঃসৃত তেল লিটার প্রতি ৫ হাজার টাকায় বাজারে বিক্রি হয়। আর এই তেল ব্যবহার করেই মহিলাদের নানা ধরনের প্রসাধনী সামগ্রী তৈরি করা হয়। ল্যান্টানা বা পুটুস গাছ সংরক্ষণ করে বিপুল পরিমাণে মুনাফা লাভ করতে পারেন কৃষকরা। আসলে এই গাছ ব্যবহার করে জৈব সার তৈরি করতে পারেন কৃষকরা। ল্যান্টানা থেকে তৈরি সার কৃষিজমিতে প্রয়োগ করা হলে হেক্টর প্রতি ৪০ কেজি ইউরিয়া বেঁচে যেতে পারে। এছাড়া জমির নানা রকম ক্ষতিকর আগাছা দমন করতেও এর জুড়ি মেলা ভার!

{ads}

 

News Breaking News Lantana সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article