header banner

Pabong : কালিম্পংয়ের অদূরেই এক অফবিট পর্যটন স্থান

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : পাহাড় মানেই দার্জিলিং বা কালিম্পং! কিন্তু ওখানে 'ঠাঁই নাই ঠাঁই নাই/ছোট সে তরি।' তাই যারা নির্জনে পাহাড়ে বেড়াতে চান,তাদের আদর্শ জায়গা এই পাবং গ্রাম। কালিম্পংয়ের অদূরেই পাবং এক অফবিট পর্যটন স্থান। ছবির মত সুন্দর গ্রাম। হাত বাড়ালেই কাঞ্চনজঙ্ঘা (Kangchenjunga)। এনজেপি থেকে বাগরাকোট- চুইখিম হয়ে যেতে পারেন পাবং। এতে সময় কিছুটা কম লাগে। দূরত্বও কিছুটা কমে যায়। এনজেপি থেকে সেক্ষেত্রে দূরত্ব পড়ে ৭০ কিলোমিটার।

{link}

কিন্তু বেশিরভাগ সময় চুইখিমের রাস্তা কিছুটা খারাপ থাকে। বর্ষায় সেই রাস্তা আরও খারাপ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনি কালিম্পং হয়ে যেতে পারেন। এক্ষেত্রে দূরত্ব হতে পারে মোটামুটি ১০০ কিলোমিটার।এনজেপি থেকে গাড়ি ভাড়া করে সরাসরি চলে আসতে পারেন পাবং। আপনারা অনেকে চারখোলের নাম শুনেছেন। চারখোলে বেড়াতেও যান অনেকে। কিন্তু অনেক সময় চারখোলে ঘর মেলে না। কারণ সেখানে ইদানিং পর্যটকদের আনাগোনা একটু বেশি রয়েছে। সে ক্ষেত্রে আপনি পাবং চলে আসুন ।

{link}

পাবং থেকে চারখোল মাত্র তিন কিলোমিটার। গাড়ি নিয়ে বেলাবেলি বেরিয়ে আবার চলে আসতে পারবেন। এই জায়গাটা মেঘ আর পাখির রাজ্য বলে পরিচিত। হোমস্টের বারান্দা থেকে দেখুন মেঘের খেলা। কখন যে মেঘ এসে মুছে দেবে মনের ভেতর জমে থাকা মন খারাপ, সেটা বুঝতেই পারবেন না। আবার ভোর থেকে শুনুন পাখির গান। কত নাম না জানা পাখি। ছবি তোলার শখ থাকলে পাবং এর মতো ভালো জায়গা আর হয় না। একাধিক ঝর্ণাও আছে। এখানে অনেক হোমস্টে আছে। কোনো অসুবিধা হবে না।

{ads}

News Breaking News Kalimpong Pabong Travelling সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article