শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : শেষ পর্যন্ত ভারত পাকিস্তান যুদ্ধের প্রেক্ষিতে মুখ খুললেন অভিনেতা অনিল কাপুর (Anil Kapoor)। অনিল কাপুর অবশেষে ইনস্টাগ্রামে গিয়ে অপারেশন সিঁদুর এবং এর পরবর্তী সামরিক উত্তেজনার সময় পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর অদম্য সাহসের প্রশংসা করেছেন।
{link}
দেশকে সুরক্ষিত রাখার জন্য তাঁদের কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন। তিনি আরও বলেছেন যে, ভারতীয় নাগরিকরা প্রতিকূলতার মুখে গর্বের সঙ্গে একত্রে দাঁড়িয়েছেন। ইনস্টাগ্রামে অনিল লিখেছেন, “যা করা প্রয়োজন ছিল—তা করা হয়েছে। কোন পরিবারে সদস্যদের মধ্যে মতপার্থক্য থাকে না! কিন্তু যখন দেশের প্রসঙ্গ আসে, আমরা একত্রে দাঁড়াই। সব সময় ঐক্যবদ্ধ ছিলাম, সব সময় থাকব।
{link}
আমাদের সশস্ত্র বাহিনীর প্রতি কৃতজ্ঞতা, যাঁরা শৌর্য এবং সাহসিকতার সঙ্গে লড়াই করেছেন। ভারত ভোলে না। ভারত ক্ষমা করে না। জয় হিন্দ… ভারতের সেনাবাহিনীর জয়!” অনিলের পোস্টটি যদিও নেটিজেনদের প্রশংসা পায়নি। একাংশের মতে, উত্তাল পরিস্থিতি তৈরির অনেক দিন পর ‘ঘুম’ ভেঙেছে অভিনেতার। একজন লিখেছেন, “বলিউড তারকারা এক সপ্তাহ পরে তাদের ইমেজ বাঁচাতে জেগে উঠেছেন।”
{ads}