শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : রুপালি গঙ্গোপাধ্যায়কে বলা হয় তিনি নরেন্দ্র মোদীর ভাব শিষ্য ও নরেন্দ্র মোদীর প্রচারের মুখ। নরেন্দ্র মোদির (Modi) ‘ভোকাল ফর লোকাল’ ক্যাম্পেইনের মুখ ছিলেন রুপালি গঙ্গোপাধ্যায় (Rupali Ganguly)। ‘আত্মনির্ভর ভারত’ গড়ার স্বপ্নে প্রধানমন্ত্রীর মন্ত্র ছড়িয়ে দিয়েছিলেন হিন্দি সিরিয়ালের ‘অনুপমা’।
{link}
এবার স্বামী, সন্তান নিয়ে প্রয়াগরাজে রুপালি গঙ্গোপাধ্যায়। বাঙালি এয়ো স্ত্রীর মতো তাঁর হাতে শাঁখা-পলা, সিঁথিতে সিঁদুর নিয়েই ত্রিবেণী সঙ্গমে আস্থার ডুব দিতে দেখা গেল অভিনেত্রীকে। ভক্তির কোনো ঘাটতি ছিল না তাঁর মধ্যে। মনে ভক্তি নিয়ে সারলেন পুণ্যস্নান। গঙ্গা-যমুনা-সরস্বতী নদীর মিলনেই ১৪৪ বছর পরে চলেছে মহাকুম্ভ। আমজনতার পাশাপাশি প্রয়াগরাজে ভিড় জমাতে শুরু করেছেন সেলেবরাও। ১৩ জানুয়ারি শুরু হওয়া মহাকুম্ভ (Maha Kumbh 2025) জমজমাট ভক্ত ও সন্তদের উপস্থিতিতে।
{link}
৪৫ দিন ব্যাপী এই অনুষ্ঠানে বিদেশীরাও পূণ্যস্নানের জন্য ভিড় জমাচ্ছেন প্রয়াগরাজে। এবার মহাকুম্ভের প্রায় অন্তিম লগ্নে যোগ দিলেন হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী রুপালি গঙ্গোপাধ্যায়। মাঘী পূর্ণিমার পুণ্যতিথিতে সপরিবারে পৌঁছে গিয়েছিলেন ত্রিবেণী সঙ্গমে। স্বামী অশ্বিন ভার্মার সঙ্গে আস্থার ডুব দিয়ে অসাধারণ অনুভূতির কথা জানিয়েছেন অভিনেত্রী। অশ্বিনও হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ।
{ads}