header banner

Movie: বড় পর্দায় প্রত্যাবর্তন অপরাজিতা আঢ্যর! জগদ্ধাত্রী পুজোয় মুক্তি পাচ্ছে 'শ্রী দুর্গা'

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বহুদিন তিনি বড় পর্দায় নেই। এবার ফুল ফর্ম-এ আবার ফিরে আসছেন। যদিও সিরিজে তাঁর অসাধারণ অভিনয়ের সাক্ষী থেকেছে দর্শক মহল, তবে এবারে একেবারেই অন্যরকম একটি সাজে আসতে চলেছেন তিনি। আগামী জগদ্ধাত্রী পুজোয় মুক্তি পাবে ‘শ্রী দুর্গা’। দুর্গাপুজোর আগেই এই ছবিটির ঘোষণা করে দেওয়া হয়েছিল। এবার মুক্তি পেলে ছবির অফিশিয়াল টিজার। কয়েক সেকেন্ডের এই টিজার দেখে মুগ্ধ নেট পাড়ার বাসিন্দারা। টিজারে দেখতে পাওয়া যাচ্ছে, একজন সাধারণ গৃহবধুর বাড়িতে হঠাৎ করেই ঢুকে পড়ে কয়েকজন আততায়ী। 

{link}

আদ্যপ্রান্ত একজন ভীতু মহিলা নিজের পরিবারকে বাঁচানোর জন্য ঠিক কতটা ভয়ানক হতে পারে সেটাই দেখানো হবে এই সিনেমার মধ্যে। টিজারের শেষে ত্রিশূল হাতে অপরাজিতাকে দেখতে যেন মনে হবে স্বয়ং মা দুর্গা দাঁড়িয়ে রয়েছেন সামনে।সন্দীপ সাথী পরিচালিত ছবির টিজার মুক্তি পেতেই অপরাজিতার অভিনয় দেখে আপ্লুত দর্শকরা। ছবির গল্প যে একেবারে অন্যরকম হতে চলেছে, সেটা ইতিমধ্যেই আন্দাজ করতে পারছেন সকলে। মিরাক্কেল খ্যাতির ভিকির উপস্থিতি আরও কিছুটা স্পেশাল করে তুলেছে এই টিজারকে।

Bengali Movie New Bengali Movie Aparajita Adhya Jagadhatri Puja Movie Entertainment News সিনেমা বিনোদন সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article