header banner

Arijit Singh : ক্ষমা চাইলেন অরিজিতের বডিগার্ড

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বেশ কয়েকদিন ধরেই চলেছে বিতর্ক। তা নিয়ে থানা পুলিশও হয়েছে। অবশেষে সেই বিতর্কের অবসান ঘটলো। বোলপুরে (Bolpur) শুটিং চলাকালীন যাতায়াতে বাধা, হেনস্তার অভিযোগ ওঠে প্রখ্যাত সঙ্গীতশিল্পী অরজিৎ সিংয়ের (Arijit Singh) দেহরক্ষীর বিরুদ্ধেই। আর এই ঘটনাকে কেন্দ্র করেই বিতর্ক ছড়ায়। শনিবার রাতে দু’পক্ষকেই শান্তিনিকেতন থানায় ডেকে নিজেদের মধ্যেই আলোচনা করেন শান্তিনিকেতন থানার ওসি-সহ পুলিশ আধিকারিকেরা।

{link}

বেশ কয়েকঘন্টা দু’পক্ষ বসে আলোচনার পর সঙ্গীতশিল্পী অরজিৎ সিংয়ের দেহরক্ষী ক্ষমা চান অভিযোগকারী কমলাকান্ত লাহার কাছে বলেই জানা যায়। এরপরেই অরিজিৎ সিংয়ের দেহরক্ষীর বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করেছিলেন সেই অভিযোগ প্রত্যাহার করে নেন কমলাকান্ত লাহা। শুটিং চলাকালীন যাতে বোলপুর, শান্তিনিকেতনের বাসিন্দারা কোনওভাবে হেনস্তার শিকার না হন, সেই সংক্রান্ত মুচলেকা শান্তিনিকেতন থানায় দেন শুটিংয়ের দায়িত্বে থাকা লোকজন।

{link}

প্রসঙ্গত, ১৪ আগস্ট শান্তিনিকেতন সুভাষপল্লির বাসিন্দা এসরাজ শিল্পী কমলাকান্ত লাহা থানায় লিখিত অভিযোগ করেন। তাঁর অভিযোগ ছিল, রাস্তা আটকে চলছিল শুটিং। সেই সময় ওই রাস্তা দিয়ে বাইক নিয়ে যাচ্ছিলেন তিনি। তালতোড় এলাকায় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংয়ের শুটিং চলছিল। সেই সময় তিনি রাস্তায় যেতে গেলে শারীরিকভাবে ধাক্কাধাক্কি ও হেনস্তা করেন তাঁরই এক দেহরক্ষী।

{ads}

 

News Breaking News Arijit Singh Singer সংবাদ

Last Updated :

Related Article

Latest Article