শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : বিশ্বখ্যাত ব্রিটিশ পপ তারকা এড শিরান (Ed Sheeran) এবার সফরে এসেছেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের (Murshidabad) জিয়াগঞ্জে (Jiaganj) জনপ্রিয় ভারতীয় গায়ক অরিজিৎ সিংয়ের (Arijit Singh) আমন্ত্রণে। এর আগে একাধিকবার ভারত সফর করলেও, এবার বিশেষ বন্ধুত্বপূর্ণ মুহূর্ত কাটাতেই তিনি পৌঁছে যান প্রিয় বন্ধুর বাড়িতে।
{link}
বিকালে ভাগীরথী নদীতে শিবপুর ঘাট থেকে নৌকাবিহার করেন দুই গায়ক। স্থানীয়দের চোখের সামনেই দুই বিশ্ব বিখ্যাত সংগীতশিল্পী নদীর মাঝেই উপভোগ করেন সময়। এরপর রাতের শহরে আরও এক অসাধারণ মুহূর্তের সাক্ষী হয় জিয়াগঞ্জের পথ। অরিজিৎ সিং নিজেই স্কুটির চালকের আসনে বসে বন্ধু এড শিরানকে নিয়ে শহরের অলিতে গলিতে ঘুরে বেড়ান।
{link}
সাধারণ মানুষের মতো রাস্তায় চষে বেড়ানো দুই গায়ককে দেখে ভক্তদের মধ্যে উচ্ছ্বাসা ছড়িয়ে পড়ে। তবে তাতে দুজন এতটুকুও বিচলিত হননি। বরঞ্চ বন্ধু শিরানকে রাতের নিস্তব্ধতা কান পেতে শোনান অরিজিৎ সিং। নৌকাভ্রমণ ও শহর পরিদর্শনের পাশাপাশি অরিজিৎ সিং নিজের স্টুডিওতেও নিয়ে যান এড শিরানকে। সঙ্গীতপ্রেমী এই দুই তারকা সেখানেও সময় কাটান। রাতে এড শিরান নৈশভোজও সারেন অরিজিতের বাড়িতেই।
{ads}