header banner

Jyoti Malhotra : ব্লগের নাম করে সেনা তথ্য পাচার

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : পেহেলগাঁও হামলার আগেই, ভারতের নানা গোপন স্থানের তথ্য জঙ্গিদের কাছে পৌঁছে গিয়েছিল। পশ্চিমবঙ্গের ব্যারাকপুর ক্যান্টনমেন্ট (Barrackpur Cantonment) এলাকার সুপরিচিত দাদা বৌদির বিরিয়ানির (Dada Boudi Restaurant) দোকান-সহ ব্যস্ততম কলকাতা নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরের। চাঞ্চল্যকর এমন তথ্যই উঠে এসেছে পাকিস্তানের হয়ে গুপ্তচরের কাজ করা ট্রাভেল ব্লগার জ্যোতি মালহোত্রার (Jyoti Malhotra) ভিডিও থেকে।

{link}

ট্রাভেল ভ্লগিংয়ের আড়ালে ভারতের সেনা-সহ নিরাপত্তা সংক্রান্ত নানা বিষয়ে পাকিস্তানের গুপ্তচরদের কাছে তুলে ধরার অভিযোগ জ্যোতির বিরুদ্ধে। তার ভিডিও বিশ্লেষণ করেই চক্ষু চড়কগাছ গোয়েন্দাদের। ওই মহিলা ব্লগারের রেকর্ড করা তথ্যের তালিকায় দেশের নানা রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেরও তথ্য রয়েছে বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। ভিডিওতে দেখা গিয়েছে, শিয়ালদহ স্টেশন থেকে শুরু করে, সেনা ক্যান্টনমেন্ট এলাকা বলে পরিচিত ব্যারাকপুরেও আসেন তিনি। ব্যারাকপুরের দাদা-বৌদির বিরিয়ানির দোকানে ঢুকে বিরিয়ানি খাওয়ার ব্লগ তৈরি করেন জ্যোতি।

{link}

তবে তারপর, সেখান থেকে ব্যারাকপুরের অন্যান্য কোনও জায়গায় গিয়ে ভিডিও রেকর্ড করেছিল কিনা তা নিয়েই তদন্ত চলছে। তবে বিষয়টি নিয়ে কিছুটা হলেও আতঙ্কিত ব্যারাকপুরের দাদা বৌদির বিরিয়ানির কর্ণধার সঞ্জীব সাহা। তিনি জানান, সারাদিনই নানা প্রান্ত থেকে বহু ইউটিউবার আসেন দোকানে। তবে এই মহিলা কবে এসেছেন সে বিষয়ে জানা নেই। দোকানেরই একজন স্টাফের মুখ থেকে প্রথম শোনেন সেই খবর।'

{ads}

News Breaking news Jyoti Malhotra সংবাদ

Last Updated :