শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার বাংলাদেশি অভিনেত্রী (Bangladeshi actress) নুসরত ফারিয়া (Nusraat Faria Mazhar)। রবিবার সকালে থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাঁকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। বাংলাদেশের প্রথম সারির এক সংবাদমাধ্যমের দাবি এমনই।
{link}
নুসরতের বিরুদ্ধে ঢাকার ভাটারা থানায় একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। জুলাই গণ-অভ্যুত্থানের সময় ওই মামলায় তাঁর বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ করা হয়। পুলিশে সূত্রে খবর, বিমানবন্দর থেকে গ্রেফতারের পর নুসরতকে থানায় আনা হয়ে। তবে নায়িকাকে থানায় না রেখে পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়।
{link}
২০১৫ সালে নায়িকা হিসাবে আত্মপ্রকাশ নুসরতের। তারপর থেকে দুই বাংলাতেই একাধিক ছবি করেছেন তিনি। কলকাতার জিৎ, অঙ্কুশের মতো অভিনেতাদের সঙ্গেও কাজ করেছেন তিনি। তার গ্রেফতারিতে দুই বাংলার বিনোদন জগতের অনেকেই বিস্মিত হয়েছেন।
{ads}