header banner

Horoscope : বেশ কয়েকটি রাশির উপর পড়তে চলেছে শুভ প্রভাব

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ভারতীয় জ্যোতিষ মতে মানব জীবনে গ্রহ-নক্ষত্রর অবস্থানের প্রভাব ব্যাপক। গ্রহ ও নক্ষত্রের অবস্থানের উপর নির্ভর করে অনেকের জীবনের গতি পাল্টে যেতে পারে। কিছু রাশির ব্যক্তিদের উপর নেতিবাচক প্রভাব ফেলে। শুক্রকে আমরা সম্পদ, সমৃদ্ধির কারক বলেই মনে করি। শুক্র গ্রহ মে মাসে মেষ রাশিতে (ARIES)  প্রবেশ করবে। ১২ বছর পর শুক্র মঙ্গলের ঘর মেষ রাশিতে প্রবেশ করবে। জানুন কোন রাশির ওপর শুভ প্রভাব ফেলবে শুক্র গ্রহ। 

* তুলা রাশি (LIBRA)  
তুলা রাশির জাতক-জাতিকাদের উপর শুভ প্রভাব ফেলবে শুক্র গ্রহ। এসময় সোনা ব্যবসায় আপনারা যা চাইবেন, তাই করতে পারবেন। অবিবাহিতদের বিয়ে হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। স্ত্রীর কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। ব্যবসায় অনেক লাভ করতে পারবেন। তাছাড়া আপনার পরিবারের সদস্যদের সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারবেন। আপনার শ্বশুর বাড়ি থেকে সম্পত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় যদি নতুন কোনও ব্যবসায়ে বিনিয়োগ করেন, সেখান থেকে লাভের মুখ দেখবেন। এসময় কারোর সঙ্গে একদমই ঝামেলায় জড়াবেন না। 

{link}

 

* সিংহ রাশি (LEO) 
সিংহ রাশির জাতক-জাতিকাদের পরিবেশ এই সময় অনুকূলে থাকবে। এসময় আপনার নবম ঘরে প্রবেশ করবে শুক্র গ্রহ। তাই আপনার ব্যবসায় অনেক লাভ হবে। সোনা ব্যবসায় লাভের মুখ দেখবেন আপনারা। এসময় বিদেশ ভ্রমণের সম্ভাবনা রয়েছে আপনার। প্রতিযোগিতামূলক কোনও পরীক্ষা দিলে সেখানেও লাভ হবে আপনার। আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। আত্মীয় স্বজনের কাছ থেকে ভালো খবর শুনতে পারেন। 

{link}

 

* মকর রাশি  (CAPRICORN)
মকর রাশির জাতক জাতিকাদের উপর শুক্র গ্রহের শুভ প্রভাব পড়বে। তাদের সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনার বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। পাইকারি ব্যবসায়ে আয়ের সম্ভাবনাও রয়েছে। কারোর কোনও বিষয়ে হস্তক্ষেপ করবেন না। সকল কাজে পূর্ণ সমর্থন পাবেন। কোনও কাজে আটকে যাবেন না। আপনি পরিবারের সকলের সঙ্গে ভালো থাকায় মানসিক চাপ আপনার আগের থেকে অনেক কমবে। নতুন ব্যবসার জন্য এটি একটি ভালো সময়।

{ads}

News Breaking News West Bengal Rashifal Today Horoscope Bengali Horoscope সংবাদ

Last Updated :