শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : কলকাতা (Kolkata) সহ বাংলায় ৯৭ টা হলে টানা চলেছে বহুরূপী। কিন্তু ভারতীয় ক্রিকেটের মতো ভারত ছাড়িয়ে সুদূর অস্ট্রিলিয়ার মানুষের মন জয় করে নিয়েছে বহুরূপী (Bohurupi)। এমনিতেই শিবপ্রসাদ (Shiboprosad Mukherjee) আর নন্দিতা (Nandita Roy) জুটির পরিচালনায় ছবি আসা মানেই তা হিট বলে ধরা হয়। তবে বহুরূপী যেন ভেঙে দিয়েছে সমস্ত রেকর্ড।
{link}
বাংলায় ভালো ফল তো করেইছে, বাংলার বাইরেও রমরমিয়ে চলেছে সিনেমাটি। এখন বহুরূপীর উড়ান জারি বিদেশে। ইন্ডিয়ান ক্রিকেট টিমের অসাধারণ পারফরমেন্স অস্ট্রেলিয়াতে, তার সাথে বহুরুপীরও বাজিমাত। সিডনি, মেলবোর্ন এবং নিউজিল্যান্ডে ২খানা করে শো রাখা হয়েছিল, আর দুটোই হাউজফুল। খুশি সকলেই। এভাবেই বিদেশের মাটি জয় করায় বাংলা সংস্কৃতির প্রসার ঘটছে দ্রুত গতিতে। পুজোতে এবার তিনটে ছবি রিলিজ হয়েছে। আর সেখানেই বাজিমাত করেছে বহুরূপী।
{link}
সেখানে দেবের ছবির দিকেই ছিল পাল্লা ভারি। তবে বক্স অফিসের নম্বরের ভিত্তিতে এবার টেক্কাকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে বহুরূপী। এই নিয়ে কম বিতর্কও হয়নি। মোটামুটি শেষ পাওয়া হিসেব অনুযায়ী গোটা দেশ জুড়ে ১৫ কোটির থেকে সামান্য বেশি আয় করেছে বহুরূপী তেমনটাই জানা যাচ্ছে। কেবল মাত্র SVF সিনেমাতেই ২ কোটি টাকা আয় করেছে শিবপ্রসাদ অভিনীত ছবিটি। এই খবরে খুশি আবির। খবরে প্রকাশ দেবপ্রসাদ এবার বহুরূপী-২ করতে চলেছেন।
{ads}