header banner

Birthday Wish : মাকে জন্মদিনের উইশ সুন্দরীর

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : একটা অস্বাভাবিক ও সুন্দর অফবিট নিউজ। মাকে জন্মদিনের উইশ করল সুন্দরী। আদরে ভরিয়ে দিল বিশেষ দিনে। করুণ দুটো চোখ দিয়েই বুঝিয়ে দিল, কতোটা ভালবাসে। এ এক সুন্দরী ও তার মায়ের মিষ্টি গল্প। সুন্দরীর মা মলি চক্রবর্তীর জন্মদিনের একটি ভিডিও বুধবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

{link}

দেখা যায়, মলিদেবীকে সুন্দর করে আদর করে দিচ্ছে সুন্দরী। ও গরু। মলিদেবীর মেয়ের মতোই। মুখে কিছু বলতে না পারলেও জন্মদিনে মাকে নিজের ভঙ্গিতে উইশ করে। যা পেয়ে নিজেকে ভাগ্যবতী মনে করছেন তিনি। জন্মদিনের সকালে মা-মেয়ের মিষ্টি কথোপকথনের ভিডিও নিজের অ্যাকাউন্ট থেকে শেয়ার করেন মলিদেবী।

{link}

ক্যাপশনে লেখেন, 'আমার জীবনের সবচেয়ে সুন্দর জন্মদিন। কারণ সুন্দরী এখন আমার জীবনে আছে।' ভিডিওতে শুনতে পাওয়া কথাগুলো ছিল এমন, 'মায়ের জন্মদিন, একটু হ্যাপি বার্থডে বলে দাও... ও সকাল সকাল চলে এসেছে। মায়ের কাছে বসে আছে। হ্যাপি বার্থডে বলতে এসেছে। কত আদর করছে আমায়। এগলেস কেক আনবে যেন সুন্দরী খেতে পায়। '

{ads}

News breaking News Happy Birthday Birthday Wish সংবাদ

Last Updated :