header banner

Horoscope : সরস্বতী পুজোর আগেই ভাগ্য খুলবে তিন রাশির

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : সরস্বতী পুজোর আগেই স্থান পরিবর্তন করবে কয়েকটি গ্রহ - তিন রাশির জাতকদের ভাগ্য খুলবে। ভারতীয় জ্যোতিষ মতে গ্রহর স্থান পরিবর্তনের উপর নির্ভর করে অনেকের ভাগ্য। ২৮ জানুয়ারি মঙ্গলবার শুক্র মীন রাশিতে প্রবেশ করেছে। ৩০ জানুয়ারি বৃহস্পতিবার বুধ তার ঘর বদল করেছে । ৩১ জানুয়ারি সূর্য ও বৃহস্পতি ১২০ ডিগ্রী অবস্থান থেকে নবপঞ্চম যোগ গঠিত করবে। সবটা মিলিয়ে নব গ্রহর অবস্থার অনেকটাই পরিবর্তন হচ্ছে। এসময় কিছু রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। চাকরি থেকে ব্যবসাতেও আসবে সফলতা। ভাগ্যের দ্বার খুলবে।

{link}

* ধনু রাশি (SAGITTARIUS)-

ধনু রাশির জাতক জাতিকাদের শুভ প্রভাব পড়বে। এই সময় কোনও কাজেই আপনারা পিছিয়ে পাওয়া যাবেন না। নতুন যানবাহন, সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। আর্থিকদিকে লাভ হবে। ব্যবসাতে সুযোগ বাড়বে। কঠোর পরিশ্রম করলে জীবনে সফলতা অর্জন করতে পারবেন। এসময় মানসিক চাপ আগের থেকে অনেক কমবে। সমাজে সম্মান বাড়তে থাকবে। যারা রাজনীতি করছেন, তাদের জীবনেও শুভ সময়। এসময় নিজেকে শান্ত রেখে প্রত্যেকটি কাজ করুন। দূরে কোথাও ঘুরতে গেলে সাবধানে যাবেন।

{link}

* বৃষ রাশি (TAURUS) - 

বৃষ রাশির জাতক জাতিকাদের পরিবেশ এসময় অনুকূলে থাকবে। এসময় যারা বেসরকারি চাকরি করছেন, তাদের অত্যন্ত শুভ সময়। তাছাড়া জীবনে সফলতা অর্জন করতে পারবেন। সূর্যের প্রভাবে আপনার জীবনে সফলতা আসবে। এই সময় অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে লাভের মুখ দেখবেন। মনের ইচ্ছা পূরণ হবে। আপনি মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। কোনও কাজেই পিছিয়ে পড়বেন না। তাছাড়া আপনি যদি নতুন কোনও ব্যবসায় বিনিয়োগ করতে চান করতে পারেন। সেখান থেকেও লাভ হবে।

* মীন রাশি (PISCES)  -

মীন রাশির জাতক-জাতিকাদের ওপর এই গ্রহের শুভ প্রভাব পড়বে আপনার। সাহস, বীরত্ব বাড়তে থাকবে। ব্যবসায়ীদের শুভ সময় শুরু হবে। যারা বেসরকারি চাকরি করছেন, তাদের লাভের সময়। এসময় নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে আপনি খুব সুখী হবেন। এসময় বড় কোনও ব্যবসায় বিনিয়োগ করার আগে সাবধান হোন আপনি। তাছাড়া নতুন ব্যবসা শুরু করার আগে বাবা-মায়ের বিশেষ পরামর্শ নেবেন। মাথা ঠান্ডা রেখে চলবেন আপনি।

{ads}

News Breaking News SAGITTARIUS TAURUS PISCES Horoscope সংবাদ

Last Updated :