header banner

ভারতে প্রথম, মহিলার নামে রেলওয়ে স্টেশন, তাও বাঙালি, কে জানেন ?

article banner

বেলানগর রেলওয়ে স্টেশন হল হাওড়া-বর্ধমান কর্ড লাইন এর একটি গুরুত্ব পূর্ণ রেল স্টেশন। এই স্টেশনটি কলকাতা রেলওয়ে  ব্যবস্থার অন্তর্গত একটি ব্যস্ত স্টেশন। এটি পূর্ব রেল জোন সমূহের অধীনে পরিচালিত। বেলানগর রেলওয়ে স্টেশনটি হাওড়া রেলওয়ে বিভাগের একটি ছোট রেলওয়ে স্টেশন। এটি রাজ্যের হাওড়া জেলায় বালি জগাছা ব্লকের বেলানগর এ অবস্থিত। স্টেশনটি বেলানগর এবং পার্শ্ববর্তী এলাকায় রেল পরিষেবা প্রদান করে। হাওড়া রেলওয়ে থেকে ১১ কি.মি. দূরে স্টেশনটি অবস্থিত।

{link}
বেলানগর রেলওয়ে স্টেশনটি পূর্বে স্বাধীনতা সংগ্রামী এবং সমাজ কর্মী বেলাদেবীর  নামে পরিচিত ছিল। ১৯৫২ সালের জুলাই মাসে প্রয়াত হন। এর পরেই ভারতীয় রেল অভয়নগরে বেলাদেবীর নামে নামকরণ করেন স্টেশনের। স্টেশনের নাম হয় বেলানগর। ভারতের প্রথম কোনও ভারতীয় মহিলার নামে রেলওয়ে স্টেশন তৈরি হয়েছিল।
বেলানগর স্টেশনটি বর্তমান অর্থমন্ত্রী অমিত মিত্রের মায়ের নামে নামকরণ করেছে ভারতীয় রেলওয়ে। কারণ, এই বেলাদেবী হলেন নেতাজির ভাইঝি, স্বাধীনতা আন্দোলনে যাঁর ভূমিকা অনস্বীকার্য। নেতাজির পাঠানো আজাদ হিন্দ ফৌজের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখা ও তাঁদের দেখাশোনার দায়িত্ব পালন করতেন বেলাদেবী। ১৯৪৪ সালে গঠিত হয় গোপন ট্রান্সমিশন সার্ভিস। এর মাধ্যমে কলকাতা থেকে সিঙ্গাপুরে গুরুত্বপূর্ণ বার্তা পাঠানো হত। কলকাতায় এর নেতৃত্ব দিতেন বেলাদেবী। স্বাধীনতা সংগ্রামীদের নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেওয়ায়ও বিশেষ ভূমিকা পালন করেছিলেন তিনি। এসবই তিনি করেছেন তাঁর স্বামী হরিদাস মিত্র গ্রেফতার হওয়ার পরে। 

{link}
দেশ স্বাধীন হওয়ার পরে কংগ্রেসে যোগ দেন হরিদাস। ভোটে জিতে বিধানসভার উপাধ্যক্ষ হন। আর বেলাদেবী শুরু করেন সমাজসেবার কাজ। পূর্ব পাকিস্তান থেকে আসা লক্ষ লক্ষ শরণার্থীর পুনর্বাসনে নিরলসভাবে কাজ করেছেন বেলাদেবী। বালি-ডানকুনি লাইনের অভয়নগরে ক্যাম্প তৈরি করে থাকতেন তিনি। টানা পরিশ্রমে অসুস্থ হয়ে পড়েন এই মহিয়সী নারী। 

{ads}
 

Belanagar Bela Bose Amit Mitra Netaji Subhas Chandra Bose Railway Station West Bengal 2nd June India সংবাদ রেলওয়ে স্টেশন

Last Updated :