header banner

মানব সেবার নতুন অধ্যায় বেলুড় মঠে

article banner

মৃদু উপসর্গ যুক্ত কোভিড রোগীদের চিকিৎসা ব্যবস্থা করা হবে এই সেফ হোমে, জানিয়েছেন বেলুড় মঠ কর্তৃপক্ষ । তার জন্য ইতিমধ্যে পরিকাঠামো গড়ে তোলা হয়েছে । পাশাপাশি এই সেফ হোমে রোগীদের পরিষেবা দেওয়ার জন্য সমস্ত চিকিৎসক, নার্স ও স্বেচ্ছাসেবীদের যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে। 1 জুন থেকে পঞ্চাশ বেডের সেফ হোম রোগীদের জন্য খুলে দেওয়া হবে । আজ মঠের আচার মেনে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ এবং মা সারদা ও স্বামী বিবেকানন্দের পূজা নিবেদন করে আনুষ্ঠানিক সেফ হোমের সূচনা করা হয় । সারদা পীঠের সম্পাদক স্বামী দিব্যানন্দজী মহারাজ এবং অন্যান্য সন্ন্যাসীরা পুরো ব্যবস্থা খতিয়ে দেখেন । রামকৃষ্ণ মঠ ও মিশনের নির্মিত এই সেফ হোম বেলুড় এবং পার্শ্ববর্তী অঞ্চলের সাধারণ মানুষের কাছে এক বিশাল প্রাপ্তি ।

{link}


শনিবার বেলুড় রামকৃষ্ণ মঠ সারদাপীঠের সম্পাদক স্বামী দিব্যানন্দজি মহারাজ এবং অন্যান্য সন্ন্যাসীরা পুরো ব্যবস্থা খতিয়ে দেখেন। সব মিলিয়ে রামকৃষ্ণ মঠ ও মিশনের নির্মিত এই সেফ হোম বেলুড় এবং পার্শ্ববর্তী অঞ্চলের সাধারণ মানুষের কাছে এক বিশাল প্রাপ্তি। এখানে থাকবে অক্সিজেনের সুব্যবস্থাও। আগেই প্রেস বিজ্ঞপ্তি মারফত জানানো হয়েছে রামকৃষ্ণ মঠ সারদাপীঠের তরফ থেকে। মঠের পলিটেকনিক কলেজ ক্যাম্পাসে এই সেফ হোম চালু হবে। ক্লাস রুম, প্রার্থনা কক্ষকে এই কাজে ব্যবহার করা হবে। সেমিনার হলকেও এই কাজে ব্যবহার করা হবে।আপাতত ৬ মাসের জন্য এই সেফ হোম করার উদ্যোগ নেওয়া হয়েছে।

{link}


এই সেফ হোমটি বেলুড়, বালি এবং তার পার্শ্ববর্তী এলাকার মানুষদের জন্য ব্যবস্থা করা হয়েছে। ৫০ বেডের এই সেফ হোমে থাকবে অক্সিজেনের ব্যবস্থা। রামকৃষ্ণ মিশন বেলুড় মঠের সিদ্ধান্ত অনুযায়ী ছয় মাসের জন্য চালু রাখা হবে। মঠের পক্ষ থেকে জানানো হয়েছে বহু করোনা রোগীকে চিকিৎসকেরা বাড়িতেই আইসোলেশনে থাকতে নির্দেশ দিয়ে থাকেন। তাঁদের মধ্যে অনেকই আছেন যাদের বাড়িতে আইসোলেশনে থাকার মতো উপযুক্ত পরিবেশ নেই, পরিকাঠামোও নেই। তাঁরা একটি মাত্র ছোট ঘরে অনেকে থাকেন।
এতে পরিবারের বাকি সদস্যদের করোনা সংক্রমণের ঝুঁকি থেকে যায়। তাঁদের ক্ষেত্রে এই সেফ হোম প্রয়োজনীয় এবং তাদের সমস্যা অনেকটাই সমাধান করবে বলে মনে করা হচ্ছে। তবে সেফ হোমে ভর্তি থাকাকালীন কেউ যদি গুরুতর অসুস্থ হন তাঁকে সরকারি কোনও হাসপাতালে স্থানান্তরিত করা হবে।

{link}


উপসর্গহীন ও মৃদু উপসর্গযুক্ত করোনা রোগীদের এখানে চিকিৎসা দেওয়া হবে। বাড়িতে আইসোলেশনে থাকার মতো অবস্থায় না থাকা করোনা রোগীদের জন্যই এই সেফ হোম চালু করতে চলেছে রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ। শিল্পমন্দির পলিটেকনিক ক্যাম্পাসের ভিতরে হবে এই সেফ হোম। আগে করোনায় যারা আক্রান্ত হয়েছেন, আবার তারা করোনায় আক্রান্ত হয়েছেন কিংবা করোনায় গুরুতর অসুস্থ নয় এমন রোগীদের জন্য এই সেফ হোমের ব্যবস্থা করা হয়েছে।

{ads}

Belur Math Safe Home Covid-19 Corona Virus Volunteer West Bengal 1st May India সংবাদ বেলুড় মঠত সেফ হোম

Last Updated :