header banner

West Bengal : সইফ আলি কাণ্ডে বাংলার যোগ

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : সম্প্রতি একাধিক জাতীয় কাণ্ডে বাংলার যোগসূত্র পেয়েছে দিল্লি পুলিশ (Delhi Police)। এবার সইফ আলি খানের উপর আক্রমন কাণ্ডের তদন্তে কলাতায় মুম্বাই পুলিশ। সইফ আলি খানের (Saif Ali Khan) ওপর হামলার ঘটনার তদন্তে তাঁরা কলকাতায় (Kolkata) এসেছেন বলে খবর। আর তাঁদের আসা এই তদন্তের রোমাঞ্চকর মোড় নিল।

{link}

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, অভিযুক্ত বাংলাদেশি নাগরিক কোথা থেকে কীভাবে সিম কার্ড কেনেন, সেই তথ্য জানার জন্য আধিকারিকরা এসেছেন। কলকাতা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে এবিষয়ে কথা বলছেন তাঁরা। সূত্রের খবর, সিমটি শিলিগুড়ি থেকে কেনা হয়েছিল। কলকাতা পুলিশের মাধ্যমে শিলিগুড়ি পুলিশ এবং রাজ্য পুলিশের সঙ্গে যোগাযোগ করছেন মুম্বই পুলিশের তদন্তকারীরা।

{link}

পুলিশের দাবি, সাত মাস আগে মেঘালয়ের ডাউকি নদী পথ পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিল এই শেহজাদ।  তারপর ঢুকে পড়েছিল শিলিগুড়িতে। সেখানে বেশ কয়েক দিন থেকে স্থানীয় খুকুমণি জাহাঙ্গির শেখের আধার কার্ডের তথ্য ভাঁড়িয়ে সিম কার্ড কিনেছিল সে। পরবর্তীতে জানা যায়, ওই মহিলার মৃত্যু হয়েছে কয়েক বছর আগেই। এবার সেই বিষয়টি নিয়েই খতিয়ে দেখতে চান তদন্তকারীরা।

{ads}

News Breaking News Saif Ali Khan Bollywood Delhi Police West Bengal সংবাদ

Last Updated :