শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : কোলকাতার (Kolkata) কাছে এমন অনেক জায়গা আছে,যেখানে হয়তো আমাদের অনেকেরই যাওয়া হয় নি। তেমনি একটি জায়গা 'গনগনি' (Gangani)। গনগনি ইদানীং বেশ একটি জনপ্রিয় উইকএন্ড ডেস্টিনেশন (Weekend destination)। কলকাতা থেকে মাত্র কয়েক ঘণ্টার দূরত্বে শিলাবতী নদীর ধারে অবস্থিত এই জায়গাটিকে ‘বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন’ও বলা হয়। জঙ্গল যদি আপনার পছন্দের হয়, তা হলে চলে যেতে পারেন গনগনিতে।
{link}
যাওয়া - ট্রেনে অথবা বাসে গড়বেতা এবং সেখান থেকে টোটো চেপে গনগনি।
{link}
থাকা - গনগনিতে থাকার কোনও জায়গা নেই, থাকতে হবে আপনাকে গড়বেতাতেই। এখানে নানা লজের মধ্যে সোনাঝুরি গেস্ট হাউজ (৮৩৪৮৬৯৪৮০১) এবং আপ্যায়ন লজ (৯৫৪৭৫১৪০৩০) বেশ ভাল পরিষেবা দিয়ে থাকে।
{ads}
Last Updated :