header banner

Tollywood: পর্দায় ফিরছেন কাকাবাবু! ২৩ জানুয়ারি মুক্তি পাচ্ছে 'বিজয়নগরের হীরে’

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল: আবার সুনীল গাঙ্গুলির কাকাবাবু সামনে আসছে। এই শীতে নতুন রহস্যের সমাধানে ময়দানে নামছেন ‘রাজা রায়চৌধুরী’ ওরফে ‘কাকাবাবু’। কাকাবাবুর এবারের গন্তব্য হাম্পি। আর সেখানেই বিজয়নগরে হীরের সন্ধান চালাবেন ‘কাকাবাবু’ প্রসেনজিৎ।  আগামী ২৩ জানুয়ারি ছবি মুক্তি। তার আগে প্রকাশ্যে এল ‘বিজয়নগরের হীরে’র ট্রেলার।

{link}
'কাকাবাবু’ ফ্র্যাঞ্চাইজির এই ছবিতে সেই চেনা ভঙ্গিমাতেই ফের দেখা যাবে ‘কাকাবাবু’কে। এর আগে ছবির টিজারেই কিছুটা দেখা গিয়েছিল হাম্পির বুকে ‘কাকাবাবু’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এবারের অভিযানের ঝলক। এবার ট্রেলারে দেখা গেল সেই হাম্পির বুকে তাঁর মগজাস্ত্রের কেরামতি দেখানোর বেশ কিছু ঝলক। তবে এবারে শুধু সন্তুই নয়, বরং তাঁর দোসর হবে জোজো, রিঙ্কু এবং রঞ্জনা। তবে ট্রেলারে কাকাবাবুর অভিযানের পাশাপাশি নজর কেড়েছে ছবির মতো সুন্দর হাম্পির বিভিন্ন জায়গা।

{link}

  এসভিএফ ও এন আইডিয়াজ ক্রিয়েশন অ্যান্ড প্রোডাকশনের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে এই ছবি। সঙ্গীতের দায়িত্ব সামলেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। প্রসঙ্গত, ২০১৩ সালে সৃজিত মুখোপাধ্যায় প্রথম উপহার দিয়েছিলেন ‘মিশর রহস্য’। তার পর ২০১৭ সালে মুক্তি পায় ‘ইয়েতি অভিযান’। তার প্রায় তিন বছর পর কাকাবাবুর বেশে ফেরেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘বিজয়নগরের হিরে’ অবলম্বনে চন্দ্রাশিস রায়ের পরিচালনায় নির্মিত হয়েছে ‘কাকাবাবু’ ফ্র্যাঞ্চাইজির এই ছবি। যা মুক্তি পাবে আগামী ২৩ জানুয়ারি। কাকাবাবুর ভূমিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও সন্তুর ভূমিকায় আরিয়ান ভৌমিক ছাড়াও এই ছবিতে রয়েছেন চিরঞ্জিৎ চক্রবর্তী, রাজনন্দিনী পাল, অনুজয় চট্টোপাধ্যায়, পুষণ দাশগুপ্ত, শ্রেয়া ভট্টাচার্য প্রমুখ।

{ads}

Prasenjeet Chatterjee SVF Aryan Bowmik Bengali News New Bengali Movie News Update সংবাদ সিনেমা বাংলা সিনেমা কাকাবাবু

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article