header banner

Jeetu Kamal: হঠাৎ কি হলো জীতু-দিতিপ্রিয়ার? ফের দ্বন্দ্বের কারণে দুশ্চিন্তায় প্রযোজক সংস্থা

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: টেলিভিশনের দুই অভিনেতা-অভিনেত্রীর দ্বন্দ্বের জেরে প্রশ্নের মুখে দাঁড়িয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক। রোম্যান্টিক এই ধারাবাহিকের জুটি হিসেবে প্রথমে পর্দায় জার্নি শুরু করলেও পড়ে নানা সমস্যার সূত্রপাত। শুধু তাই নয়, রোম্যান্টিক দৃশ্যে ছুঁতে দেবেন না জীতুকে এমনও দাবি তুলেছেন সম্প্রতি দিতিপ্রিয়া। এসবের পর রীতিমতো তরজা তুঙ্গে। শোনা যাচ্ছে, এই ঘটনার জেরে শুটিং আটকে না থাকলেও দু’জনের মুখ দেখাদেখি বন্ধ হয়েছে। ডামি দিয়ে নাকি চলছে ধারাবাহিকের শুটিং। আর এইভাবে চলতে থাকলে টিআরপি তালিকায় ভালো রেটিং নিয়ে থাকা ধারাবাহিক প্রশ্নের মুখে পড়বে বলে আশঙ্কা প্রযোজনা সংস্থার। তা নিয়ে প্রযোজনা সংস্থার কপালে রীতিমতো ভাঁজ পড়েছে। 

{link}

  তাই সোমবার সন্ধ্যাতে নায়ক-নায়িকা ও ধারাবাহিকের গোটা টিম এই নিয়ে মিটিংয়ে বসবে বলে শোনা যাচ্ছে। এই জটিলতা নিরসনের পথ খুঁজতেই নাকি এই পথে হাঁটবে প্রযোজনা সংস্থা। সম্প্রতি এই ঘটনার পর জীতু সোশাল মিডিয়ায় পোস্টও করেন। জীতুর সেই পোস্টের পর থেকেই সোশাল মিডিয়ায় উত্তেজনা ছড়িয়েছে। জীতুর হয়ে গলা ফাটিয়েছেন তাঁর অনুরাগীরা। নায়ক-নায়িকার বাগবিতণ্ডার জেরে প্রশ্নের মুখে দাঁড়িয়েছে ধারাবাহিকের ভবিষ্যৎ। আগামীতে আদৌ ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক চলবে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। সঙ্গে এই দাবিও জানিয়েছেন, যাতে জীতুর বিপরীতে দিতিপ্রিয়াকে সরিয়ে দেওয়া হয়, কিন্তু কোনও মূল্যেই জীতুকে নয়।

{ads}

Jeetu Kamal News Dwitipriya Roy Bengali Serial Bengali Serial News West Bengal Tollywood Entertainment News সংবাদ বিনোদন সিরিয়াল

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article