শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : এই মুহূর্তে সলমন খানের (Salman Khan) নিরাপত্তা বহুগুণ বেড়ে গেছে। ঘরের জানলায় লাগানো হয়েছে বুলেটপ্রুফ কাচ (Bulletproof glass)। কিন্তু তার বাড়ির বাইরে ভক্তদের ভিড় মোটেই কমে নি। ইদের দিন যেন একঝলক ‘ঈশ্বরদর্শন’ হয়, সিংহদুয়ারে জনজোয়ার। দিনভর কাটফাটা রোদে দাঁড়িয়ে থাকার পর নিরাশ হতে হল না!
{link}
সাদা পাঠান স্যুটে বেরিয়ে এলেন বলিউডের ‘সুলতান’। নিয়মমাফিক গ্যালাক্সির বারান্দায় দাঁড়িয়ে হাত নাড়লেন ভক্তদের উদ্দেশে। নিচে দাঁড়ানো অনুরাগীমহলে তখন গগনভেদী চিৎকার ‘সিকন্দর’ (Sikandar)কে নিয়ে। ওদিকে জনসমুদ্র সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে মুম্বই পুলিশকে। এর মধ্যেই দেখা দিলেন তিনি।
{link}
এলেন, হাত নাড়লেন, চুমু ছুঁড়লেন… ব্যস এটুকুই! তাতেই উচ্ছ্বসিত জনতার চিৎকার বেড়ে আরও দ্বিগুণ হল। সলমনের সঙ্গে দেখা গেল, বোন অর্পিতার দুই সন্তান আয়াত এবং আহিলকে। তবে চলতি বছর সলমনের ইদের দর্শনে খানিক ট্যুইস্ট রয়েছে। এবার আর গ্যালাক্সির খালি বারান্দায় নয়, বরং বুলেটপ্রুফ কাঁচের আড়াল থেকেই ভক্তদের দেখা দিলেন ভাইজান। শুধু তাই নয়, সকলকে ইদের শুভেচ্ছাও জানালেন।
{ads}