header banner

Kiara Advani : মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : সিদ্ধার্থের (Sidharth Malhotra) হাতের ওপর রাখা কিয়ারার হাত। আর কিয়ারার (Kiara Advani) হাতের ওপর রাখা দুই সাদা, উলের বোনা মোজা। এমনই ছবি সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করলেন দম্পতি। পোস্টের ক্যাপশনে লিখেছেন, 'আমাদের জীবনের সবচেয়ে বড় উপহার। শিগগিরই আসছে'।

{link}

দম্পতির কোলে আসছে তাঁদের প্রথম সন্তান। ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি জয়সলমেঢ়ে রাজকীয়ভাবে সাত পাকে বাঁধা পড়েন সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra) ও কিয়ারা আডবাণী (Kiara Advani)। দেখতে দেখতে গুটি গুটি পায়ে দাম্পত্যের দুবছর কাটিয়ে ফেললেন তাঁরা। এবার বিয়ের দ্বিতীয় জন্মদিন পার হতেই অনুরাগীদের সুখবর দিলেন সিদ্ধার্থ-কিয়ারা।

{link}

অভিনেত্রী সামান্তা (Samantha Ruth Prabhu), গওহর খান (Gauahar Khan) সহ বিভিন্ন ভক্তরা এই পোস্টে অভিনন্দন জানিয়ে মন্তব্য করেছেন। ২০২৪ সালের বড়দিনে পলকা ড্রেসে ছবি দিতেই, শুরু হয়েছিল সিদ্ধার্থ মলহোত্রা ও কিয়ারা আডবানির মা হতে চলার গুঞ্জন। আর তা দেখেই দুইয়ে দুইয়ে চার করেন ভক্তরা। হবু মা-বাবা সিদ্ধার্থ ও কিয়ারারজন্য অনেক শুভেচ্ছা। 

{ads}

News Breaking News Sidharth Malhotra Kiara Advani Kiara Advani Pregnant sidkiara Bollywood সংবাদ

Last Updated :