শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : ভারতের মেগা শহরগুলোতে পথকুকুরেরা সত্যি একটা সমস্যা। এই সমস্যা চূড়ান্ত জায়গায় গেছে খোদ রাজধানীতে। রাজধানীতে বসবাসকারী বেওয়ারিশ কুকুরদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের কঠোর ব্যবস্থা ইন্টারনেটকে দ্বিধাবিভক্ত করে দিয়েছে। বেওয়ারিশ কুকুরদের শিশুদের উপর আক্রমণের বিরুদ্ধে একটি স্বতঃপ্রণোদিত মামলার শুনানিকালে সুপ্রিম কোর্ট (Supreme court) বেওয়ারিশ কুকুরদের সরিয়ে নেওয়ার অভিযানে বাধা সৃষ্টিকারীদের কঠোরভাবে সতর্ক করে বলেছে, যে ব্যক্তি বা সংস্থা পথে বাধা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
{link}
বলি (Bollywood) তারকা জাহ্নবী কাপুর (Janhvi Kapoor), বরুণ ধাওয়ান (Varun Dhawan), টাইগার শ্রফ (Tiger Shroff) এবং অন্যান্য সেলিব্রিটিরা সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের জন্য সমালোচনা করেছেন। এমনকি সোফি চৌধুরী এবং রবিণা ট্যান্ডনও এই পদক্ষেপের চরম নিন্দা করেছেন। জাহ্নবী, বরুণ এবং টাইগার এই পদক্ষেপের নিন্দা জানিয়ে একই রকম একটি টেমপ্লেট শেয়ার করেছেন, সোফি চৌধুরী (Sophie Choudry) তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি দীর্ঘ নোট লিখেছেন।
{link}
তাদের ইনস্টাগ্রাম স্টোরিতে জাহ্নবী, বরুণ এবং টাইগার শেয়ার করেছেন, ‘ওরা এটাকে বিপদ বলে। আমরা এটাকে হৃদস্পন্দন বলি। আজ, সুপ্রিম কোর্ট বলছে — দিল্লি (Delhi)-এনসিআরের রাস্তা থেকে প্রতিটি পথভ্রষ্ট কুকুরকে সরিয়ে দাও এবং তাদের তালাবদ্ধ করো। সূর্যের আলো নেই। স্বাধীনতা নেই। প্রতিদিন সকালে তারা কোনও পরিচিত মুখকে স্বাগত জানাবে না। কিন্তু এরা কেবল ‘পথভ্রষ্ট কুকুর’ নয়। এরা তো সেইসব মানুষ যারা তোমার চায়ের দোকানের বাইরে বিস্কুটের জন্য অপেক্ষা করে।
{ads}