header banner

Bollywood : ২৫-এ ঝড় তুলতে চলেছে বলিউড

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ২০২৪টা বলিউডের (Bollywood) কাছে মোটেই ভালো কাটে নি। বড়োপর্দা মাতিয়ে রেখেছে দক্ষিণের ছবি। কিন্তু শেষ পাওয়া খবরে ২০২৫ বলিউড মাতাতে চলেছে বেশ কয়েকটা ভালো দামের ছবি। যেখানে রয়েছেন আলিয়া, সানি দেওল, ভিকি কৌশল, সোনু সুদ, শাহিদ কাপুর, কঙ্গনা রানাউতের মতো বলিউডের হাইভোল্টেজ অভিনেতারা। তালিকাতে প্রথমেই রয়েছে, কঙ্গনা রানাউতের ‘এমার্জেন্সি’। বহুদিন ধরেই বিতর্কের মুখে পড়েছিল এই ছবি। কংগ্রেসের অভিযোগ এই ছবিতে কঙ্গনা, ইন্দিরা গান্ধীর ভাবমূর্তিকে নষ্ট করেছেন। অবশেষে সেন্সর বোর্ডে একাধিক দৃশ্য বাতিল হয়ে, ছবিটি মুক্তি পাচ্ছে, ১০ জানুয়ারি। ছবিটি বিতর্কিত বলেই দর্শক মুখিয়ে আছে ছবিটি দেখার জন্য।

{link}

সিনেমা জগতের একটা বৈশিষ্ট্য হলো কোনো ছবি নিয়ে যদি বিতর্ক তৈরী হয়, তাহলে বক্স অফিসে (box office) তা ভালো বিকয়। অনেক সময় নিজেরাই বাজার ধরার জন্য বিতর্ক উস্কে দেয়। আরও খবর, একই দিনে মুক্তি পাবে সোনু সুদের ‘ফতেহ’ এবং সাহানা গোস্বামীর ‘সন্তোষ’। সাহানার সন্তোষ এই মুহূর্তে রয়েছে অস্কার দৌড়ে। গদর ২’ ছবির ব্লকবাস্টার সাফল্যের পর ফের পর্দায় সানি দেওলের হুঙ্কার। ছবির নাম লাহোর ১৯৪৭। দেশভাগের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে সানি ছাড়াও রয়েছেন প্রীতি জিনতা, আলি ফজল, শাবানা আজমির মতো অভিনেতারা। ছবির মুক্তি ২৪ জানুয়ারি।

{ink}

একই সঙ্গে মুক্তি পাবে অক্ষয় কুমারের অ্যাকশন ফ্লিক স্কাই ফোর্স। এই ছবিতে অক্ষয়ের সঙ্গে জুটি বাঁধছেন সারা আলি খান। ফেব্রুয়ারির ৭ তারিুখ মুক্তি পাচ্ছে ভিকি কৌশলের বহু প্রতীক্ষিত ছবি ‘ছাবা’। ইতিমধ্যেই সলমন অনুরাগীরা জেনে গিয়েছেন, নতুন বছরের এপ্রিলে ইদে মুক্তি পাবে সলমনের নতুন ছবি সিকন্দর। কড়া নিরাপত্তার মধ্যেই এই ছবির শুটিং সারছেন তিনি। সিকন্দর-এ সলমনের বিপরীতে রয়েছেন রশ্মিকা মান্দানা। এই মাসেই মুক্তি পাবে জলি এলএলবি ৩। অক্ষয় কুমার, আরসাদ ওয়ারসি জুটির এই ছবি নিয়ে আগ্রহ কিন্তু বহুদিন ধরেই। দু'এক মাস বিরতি দিয়েই সেপ্টেম্বর মাসে মুক্তি পাবে বাগি ৪। ইতিমধ্যেই এই ছবিতে টাইগার শ্রফ ও সঞ্জয় দত্তর লুক দেখে হতবাক অনুরাগীরা।

{ads}

 

News Breaking News box office Bollywood সংবাদ

Last Updated :